ম্যাক্সওয়েলকে প্রশংসায় ভাসালেন পন্টিং

ছবি:

আইপিএলে ফর্মে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। যার প্রভাব পরেছে তার দলের উপরেও। টেবিলের তলানি থেকে আইপিএল মিশন শেষ করেছিল দিল্লী।
আর দিল্লী ডেয়ার ডেভিলসের হেড কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সেবার পন্টিংয়ের অধীনে নিজেকে মেলে ধরতে না পারা এই ডানহাতি ব্যাটসম্যান এখন রয়েছেন ইংল্যান্ডে।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে অজিরা। তবে সেই ম্যাচে হারলেও ব্যাট হাতে ফর্মে ফিরেছেন ম্যাক্সওয়েল। নতিন কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনে নিজেকে ফিরে পেয়েছেন এই ব্যাটসম্যান।
এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ল্যাঙ্গারের সঙ্গে অজিদের সহকারী কোচের ভুমিকায় আছেন তিনি। দল হারলেও ম্যাক্সওয়েলকে প্রশংসায় ভাসিয়েছেন এই অজি।

বিশ্বকাপ জয়ী এই অজি দলপতি মনে করেন, ম্যাক্সওয়েলের কিছু প্রমান করার নেই তাই সে স্বাচ্ছন্দ্য মত খেলতে পারেন। পন্টিংয়ের ভাষায়,
'দল যখন বিপদে থাকে তখনই ম্যাক্সওয়েল ভালো খেলে। কিন্তু দলের ভালো অবস্থানে অর্থাৎ ধরেন ২৫০ রানে ৩ উইকেট তখন সে উইকেট ছুঁড়ে দিয়ে আসে।
প্রথম ম্যাচে দলের বিপদে সে ভালো খেলেছে, আমি আশাবাদী সে এমন ইনিংস ভবিষ্যতে আরও খেলবে। তবে সে টিকে থাকলে আরও বড় ইনিংস খেলতে পারতো।'
শনিবার কার্ডিফে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতে ১-০ তে এগিয়ে আছে ইংলিশরা।