উইন্ডিজ সফরে ডাক পাচ্ছেন শান্ত?

ছবি:

আগামী মাসেই উইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টুয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে সাকিব আল হাসান-তামিম ইকবালরা।
টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজের লড়াই। যদিও এখন পর্যন্ত টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেননি নির্বাচকরা। তবে শোনা যাচ্ছে দ্রুতই দল ঘোষণা করবেন তারা।
এদিকে ইঙ্গিত মিলেছে আসন্ন টেস্ট সিরিজে টাইগার স্কোয়াডে ডাক পেতে পারেন তরুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি সময়ে ভালো ফর্মে থাকার কারণে নির্বাচকদের বিবেচনায় আছেন এই ক্রিকেটার।

দেশের হয়ে মাত্র একটি টেস্ট খেলেছেন তিনি। ২০১৬ সালের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে আচমকা দলে ডাক পান তিনি। অবশ্য সেবার ডাক পেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
তবে বিগত দুই বছরে ঘরোয়া ক্রিকেটে দারুন উজ্জ্বল শান্ত। বিশেষ করে সাদা পোষাকে তার পারফর্মেন্স নজরকাড়া। সেই সুবাদেই উইন্ডিজ সফরে দলে ডাক পেতে পারেন তিনি।
লিস্ট এ ক্রিকেটে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ৪২ গড়ে ১৮৫১ রান করেছেন তিনি। যেখানে ৫টি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরিও রয়েছে। রঙ্গিন পোষাকে সর্বোশেষ প্রিমিয়ার লীগে তিনটি সেঞ্চুরি রয়েছে তার।
আর বাংলাদেশ ক্রিকেট লীগের ৬ ম্যাচে ৩৯০ রান হাঁকিয়েছেন তিনি। কোন সেঞ্চুরি না হাঁকালেও তিনটি ফিফটি রয়েছে তার খাতায়। তাই সব মিলিয়ে ধারণা করা হচ্ছে উইন্ডিজ সফরে শান্তর উপরে আস্থা রাখবেন নির্বাচকরা।