পাকিস্তানকে হারানোই বড় অর্জন মানছেন সালমা

ছবি:

এবারের এশিয়া কাপে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল হেরেছে কেবল একটি ম্যাচে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ছয় উইকেটে হেরেছিল বাঘিনীরা।
কিন্তু এরপরেই বদলে যায় দৃশ্যপট। নিজেদের পরের ম্যাচেই পাকিস্তানের মতো শক্তিশালী দলকে সাত উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। শিরোপা অর্জনে পাকিস্তানকে হারিয়েই মূল যাত্রা শুরু করে বাংলাদেশ।
আর পাকিস্তানকে হারানোর বিষয়টিই আসরের মোড় বদলে দিয়েছে বলে বিশ্বাস করেন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। দেশে ফেরার পরে সংবর্ধনা শেষে সাংবাদিকদের এমনটা জানান তিনি।

'আমরা ভ্রমন করে সেখানে গিয়েছি, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাই একটু সময় লেগেছে আমাদের। প্রথম ম্যাচটা মূলত এজন্যই হেরেছি আমরা। তারপরেও আমরা আত্মবিশ্বাসী ছিলাম।
'জানতাম আমরা জিততে পারবো। পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়াটা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ছিল। কেননা সেই ম্যাচে হারলে হয়তো আমরা গ্রুপ থেকেই বাদ পরে যেতাম। ঐ ম্যাচের পর আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।'
এদিকে আগেই শোনা গিয়েছিল দেশে ফিরেই বোর্ডের কাছে সংবর্ধনা পাবে প্রমীলারা। ঠিক সেটাই হয়েছে। মহিলা ক্রিকেটারদের জন্য দুই কোটি টাকা বোনাস দিয়েছে বিসিবি। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন মহিলা ক্রিকেটারদের এই সাফল্যের জন্য এই বোনাস ঘোষণা করেন। এই ব্যাপারে সালমার মন্তব্য।
'এটা অনেক বড় একটা ব্যাপার। আমরা অনেক বড় একটা দলকে হারিয়ে শিরোপা জিতেছি। আনন্দ তো লাগবেই। আমরা জানতাম দেশে ফেরার পর সবাইকে অনেক আনন্দিত অবস্থায় দেখবো। আর তাই হয়েছে। বিমান থেকে নামার পরেই উপহার পাচ্ছি শুধু।'