বোর্ডের প্রতি পুরোপুরি আস্থা রাখছেন সালমা

ছবি:

আগেই শোনা গিয়েছিল দেশে ফিরেই বোর্ডের কাছে সংবর্ধনা পাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ঠিক সেটাই হয়েছে। মহিলা ক্রিকেটারদের জন্য দুই কোটি টাকা বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নারী ক্রিকেটারদের এই সাফল্যের জন্য এই বোনাস ঘোষণা করেন। অথচ এশিয়া কাপ জয়ের আগের চিত্রটা পুরোপুরি ভিন্ন রকম।

আর্থিকভাবে পুরুষ ক্রিকেটারদের চাইতে নারী ক্রিকেটাররা যোজন যোজন পিছিয়ে। এছাড়া অন্যান্য সুবিধার দিক থেকেও বঞ্চিত হয়ে আসছে দেশের মহিলা ক্রিকেটাররা।
এবার যখন মহিলা ক্রিকেটাররা এশিয়া কাপের শিরোপা জয় করে দেশে ফিরল তখন স্বভাবতই প্রশ্ন এসেছে তাদের সুযোগ সুবিধার প্রতি বিসিবির পরবর্তী পদক্ষেপ কি। এই প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক সালমা খাতুন। বোর্ডের প্রতি পুর্নাঙ্গ আস্থা রেখে তিনি জানান,
'আমার কিছুই বলার নেই। এই ব্যাপারে বোর্ড দেখবে। তারা আমাদের চাইতে এসব বিষয়ে ভালো জানে বা বুঝে। উনারা বলতে পারবে কি করা যায় বা কি করা যায়না। আমাদের কিছুই বলার নেই এখানে।'