সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে সালমা-জাহানারারা

ছবি:

সোমবার হোটেল সোনারগাঁও'তে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা। সভায় মূলত রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের গঠন তন্ত্র নিয়ে আলাপ আলোচনা হয়।
এছাড়াও বোর্ড সভা শেষে ক্রিকেটারদের নিয়ে ইফতারেরও আয়োজন করেছিল বিসিবি। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে নারী ক্রিকেটারদেরকে তাদের সাফল্যের জন্য সংবর্ধনাও দেয়ার কথা ছিল।
আর সেই সংবর্ধনা অনুষ্ঠানে নারী ক্রিকেটারদের তাদের সাফল্যের জন্য ২ কোটি টাকা বোনাস দিয়েছে বিসিবি। এছারাপ ক্রীড়া মন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার নারীদের জন্য ক্রিকেট একাডেমি তৈরির ঘোষণা দেন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় দেশের ক্রিকেটের উন্নয়নের চিত্র তুলে ধরেণ বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে নারী ক্রিকেটারদের এই সাফল্যকে দেশের স্পোর্টস ইতিহাসের সেরা সাফল্য বলেও আখ্যায়িত করেন তিনি।
এছাড়াও নারীদের ক্রিকেটকে কিভাবে আরও উন্নত করা যায় সেসব নিয়েও কথাবার্তা হয় সেখানে। সালমা-জাহানারাদের বাংলাদেশের গৌরব হিসেবে দাবি করে পাপন জানান,
'আজকে বেসিক্যালি যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়েছিলো তার মধ্যে মূল একটি বিষয় হলো রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে অবশ্যই মেয়েদের যে সাফল্য আমরা কাল দেখেছি, অবশ্যই সকলে জানে যে বাংলাদেশের শুধু ক্রিকেট না, স্পোর্টসের ইতিহাসে আমার মনে হয় এটাই সবথেকে বড় অর্জন বাংলাদেশের জন্য।
এরচেয়ে গৌরব ও আনন্দের আর কিছু হতে পারে না। সেজন্য যদিও বোর্ড মিটিংটি ছিলো বেসিক্যালি রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে, তবে মেয়েদের এই খেলা নিয়েই আমরা সবথেকে বেশি সময় ব্যয় করেছি। এখানে একটা বিষয় আপনাদের বলি এরা অনেক কষ্ট করেছে কিন্তু, এটা অনেকেই জানে না। '