ফের গ্রিনিজ আসুক বাংলাদেশেঃ ইশতিয়াক
ছবি:

টাইগারদের সাম্প্রতিক পারফর্মেন্সে হতাশ হয়েছেন দেশের সাবেক ক্রিকেটাররা। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার বিষয়টি যেন মেনেই নিতে পারছেন না তারা।
সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদও হতাশ হয়েছেন স্বাভাবিকভাবেই। তামিম ছাড়া দলের অন্য ওপেনারদের পারফর্মেন্সে সন্তুষ্ট নয় তিনি। তাই বিসিবিকে পথ বাতলে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
'তামিমের একজন সঙ্গী দরকার। লিটন দাস বা সৌম্য সরকারকে দিয়ে হচ্ছে না। তারা প্রতিভাবান, কিন্তু ধারাবাহিকতা নেই। বিকল্প খোঁজা উচিত তাহলে। গর্ডন গ্রিনিজকে যদি পরামর্শক হিসেবে আনা যায়, হয়তো বিষয়টার সমাধান হবে। একজন সেরা ওপেনার ছিলেন তিনি।'

একইসঙ্গে পেসার রুবেল হোসেনের পারফর্মেন্সও হতাশ করেছে তাকে। রুবেলের উন্নতির জায়গাও খুঁজে পেয়েছেন তিনি। তার মতে, স্কিল নয় মনস্তাত্ত্বিক দিক দিয়ে বেশ পিছিয়ে রুবেল।
'রুবেলের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার যেভাবে খেলল সেটা নিয়ে হতাশ হতেই হবে। গুরুত্বপূর্ন মুহূর্তগুলোতে মানসিক টেম্পারমেন্ট ধরে রাখতে হবে, যেটা হয়তো তার নাই। এই জায়গায় তার উন্নতি করতে হবে।'
এদিকে জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার তারেক আজিজও বাংলাদেশের পারফর্মেন্সে দারুণ হতাশ। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে এমন হার মেনেই নিতে পারছেন না তিনি।
'খেলায় হারজিত আছে। তাও হারটা যদি হয় আফগানিস্তানের বিপক্ষে, তাহলে ব্যাপারটা অবশ্যই উদ্বেগজনক। যদি ভবিষ্যতেও দল এমন ক্রিকেট খেলে তাহলে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সংকিত হওয়ার সময় এসেছে।'
সূত্রঃ- যমুনা টিভি