সিমন্সের কাছেও হেরেছে বাংলাদেশ

ছবি:

বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করাটা কাকতালীয় কোনো বিষয় নয়, বরঞ্চ তা ছিল আফগানিস্তান দলের টিম স্পিরিট এবং সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা, মনে করছেন দেশটির হেড কোচ ফিল সিমন্স।
টাইগারদের কোচ হওয়ার জন্য পরীক্ষা দিতে আসা এই ক্যারিবিয়ানের কাছে অনেকটা প্রত্যাশিতই ছিল এমন ফলাফল। এই বিষয়ে বাংলাদেশী এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে জানান,
'আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে দেরাদুনে যেভাবে খেলেছে, সেটা তাদের প্রাপ্য ছিল। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারায় আমি তাই আনন্দিত। পরিশ্রমের ফল যখন আসে তখন সবারই ভালো লাগে।

'কোচ হিসেবে আমি আমার দায়িত্ব শতভাগ রাখতে চেষ্টা করি। যে দলের হয়েই কাজ করবো, তাদের একটা ভিত গড়ে দিয়ে আসার চেষ্টা করবো। কারণ সঠিক পাইপলাইন ক্রিকেটের ভালো ভবিষ্যৎ তৈরি করে।'
এদিকে বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি ভবিষ্যতেও কাজে লাগবে আফগানিস্তানের মনে করছেন এই কোচ। একইদিনে রশিদ খানের প্রশংসাও করেছেন তিনি।
'এই অনুপ্রেরণায় দল সামনে আরও ভালো করবে। রশিদ খান দুর্দান্ত একজন ক্রিকেটার। সে কিভাবে আদায় করে নিতে হয় সেটা খুব ভালো করেই জানে এবং বোঝে। সামনে সে আরও ভালো করবে।'
উল্লেখ্য, বেশ কয়েকমাস আগেই কোচ হওয়ার পরীক্ষা দিতে বাংলাদেশে এসেছিলেন সিমন্স। তবে সেই পরীক্ষায় 'পাশ' করতে পারেননি তিনি।
সূত্রঃ- নিউজ২৪