টিভির পর্দায় ভারত বাংলাদেশের ঐতিহাসিক ফাইনাল

ছবি:

এবারের আসরে এক কথায় দুর্দান্ত পারফর্মেন্স করেই ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও আসরের শুরুটা মন মতো হয়নি তাদের।
আসরে নিজেদের প্রথম ম্যাচেই লঙ্কান প্রমীলাদের কাছে ছয় উইকেটের ব্যবধানে হারতে হয় তাদের। তবে এরপরের দৃশটি কল্পনা করেনি কেউই। একের পর এক চমক দিতে থাকে মেয়েরা।
পরের ম্যাচেই পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারায় জাহানারা-সালমারা। একই ব্যবধানে হারিয়েছে গত আসরের ফাইনালিস্ট ভারতকেও। তারপর, থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা।

শনিবার লীগের শেষ ম্যাচ স্বাগতিক মালয়েশিয়াকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে টাইগ্রেসরা। ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভারত।
রবিবার আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিনরারা একাডেমী ওভালে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।
ম্যাচটিতে বাংলাদেশ দলের জয় পাওয়াটা একেবারেই সহজ হবে না, যদিও গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। টানা সাতবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলছে ভারত।