promotional_ad

এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর

একান্ত সাক্ষাৎকারে মিজানুর রহমান, ক্রিকফ্রেঞ্জি
বিপিএলের সবশেষ আসর শুরুর আগে আশার বাণী শুনিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বেশ কয়েকটি জায়গায় উন্নতি করতে পারলেও সমালোচনা ছিল কয়েকটি ক্ষেত্র নিয়ে। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক নসাৎ করেছে বিসিবির প্রচেষ্টা। দর্শকদের উপচে পড়া ভীড়, টিকিটের জন্য হাহাকার কিংবা মাঠের রান উৎসবে ছাড়িয়ে গেছে অনেক কিছুকেই। এতসব আলোচনা কিংবা সমালোচনার বাইরে গিয়ে নিজেদের কাজটা ঠিকই করে গেছে ফরচুন বরিশাল।

promotional_ad

তারকা বিদেশির সঙ্গে দেশি ক্রিকেটারদের নিয়ে মিলনমেলার আয়োজন করেছিল তারা। মাঠের ক্রিকেটের দাপুটে পারফরম্যান্সে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা উঁচিয়ে ধরেছে ফ্র্যাঞ্চাইজিটি। চ্যাম্পিয়ন হয়ে বিপিএল নিয়ে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। বরিশাল নিয়ে নিজের ভাবনা, বিপিএলের উন্নতির পথ বাতলে দেয়া, বিসিবির নানা কাণ্ডের কথা শুনিয়েছেন মমিনুল ইসলামকে।


আরো পড়ুন

‘এতো মানুষ জীবনেও দেখিনি’, তামিমের দুঃখপ্রকাশ

৯ ফেব্রুয়ারি ২৫
বরিশাল দলের ট্রফি ট্যুর, ফরচুন বরিশাল

ক্রিকফ্রেঞ্জি: চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশালে গিয়ে মানুষের যে পরিমাণ ভালোবাসা পেলেন তাতে এখন বরিশালে বিপিএলে নিয়ে যাওয়া একটা দায়িত্বের মাঝে পড়ে গেল কিনা?


মিজানুর: দেখুন, আমি কিন্তু এবছর খেলার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিলাম। কিন্তু আমাদের মাঠটা প্রস্তুত ছিল না। এমনকি এখনও গ্রাউন্ড প্রস্তুত না। মাঠ প্রস্তুত থাকলে কিন্তু আমরা স্টেডিয়ামের ভেতর প্রোগ্রামটা করতাম। তখন কিন্তু এত অগোছালো হতো না, যেহেতু পাবলিক প্লেস ছিল তাই আমাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গিয়েছিল। সপ্তাহখানেকের মাঝে আমি ফারুক ভাইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখব।


আমাদের হোম অ্যান্ড অ্যাওয়ে...বিশেষ করে বরিশালে ভেন্যু লাগবে। আমাদের এটা লাগবেই। আমি তাদের ছবিগুলো দেখাব, তাদেরকে এটা নিয়ে ভাবতে হবে। আমার অনুরোধ থাকবে বরিশালে যেন একটা ভেন্যু হয়। প্রোডাকশন খরচ হয়ত বেড়ে যাবে কিন্তু টিকিট দিয়ে তারা প্রোডাকশন খরচ কভার করতে পারবে ইনশাআল্লাহ।


ক্রিকফ্রেঞ্জি: সরকারের স্টেডিয়ামগুলো যদি আপনারকে রক্ষণাবেক্ষণের সুযোগ দেয় তখন আপনারা দায়িত্ব নেবেন কিনা?


মিজানুর: দেখুন রংপুর কিন্তু বলে দিয়েছে তারা রংপুরের স্টেডিয়ামের দায়িত্ব নিতে চায়। ক্রিকেট বোর্ড যদি দেয় তাহলে ফরচুনও বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্ব নেবে। তখন আমি আমার মতো করে সাজাতে পারব। আমরা সেটা করতে পারি।


ক্রিকফ্রেঞ্জি: আপনি তো কয়েক বছর ধরে ফরচুন বরিশাল নিয়ে কাজ করছেন। বরিশাল কেন্দ্রিক আপনার নিজস্ব কোন পরিকল্পনা আছে?


মিজানুর: দেখুন, বরিশালের অনেকগুলো স্টেডিয়াম কিন্তু সরকার করে দিয়েছে। একই সঙ্গে আমি নিজেও ব্যক্তিগতভাবে চেয়েছিলাম এবং আমি জমিও কিনেছিলাম। আমি মনে করি সরকার যেগুলো করে দিয়েছে ওইগুলো যদি আমাদের ব্যবহার করার সুযোগ দেয় তাহলে পাশে আমরা একটা একাডেমি করলাম, স্কুলের মতো কিছু। অনুশীলনটা স্কুলের পাশে কোন গ্রাউন্ডে যদি করা যায় তাহলে দারুণ ব্যাপার হবে। তখন সেখান থেকে আমরা খেলোয়াড়, পেসার হান্ট করতে পারলাম। অনেক কিছুই করা সম্ভব এবং আমার অনেক কিছু করার পরিকল্পনা আছে।


ক্রিকফ্রেঞ্জি: বিপিএলের নতুন একটা চক্র শুরু হবে তখন হয়ত প্রায় সবাইকে ছেড়ে দিতে হবে। নতুন করে যখন আলোচনা করবেন তখন আপনাদের এমন চাওয়া থাকবে কিনা যাতে ৫-৬ জনকে রিটেইন করতে পারেন...


মিজানুর: তামিম ইকবাল কিন্তু বলেই দিয়েছে আমাদেরকে রিটেইন করার সুবিধা দিতে হবে অন্যথায় আমরা আমাদের খেলোয়াড়দের ধরে রাখতে পারব না। এবছর যেমন আমরা সাইফউদ্দিনকে ধরে রাখতে পারিনি, আমরা সৌম্য সরকারের মতো ক্রিকেটারদের ধরে রাখতে পারিনি। আমাদের আরও কয়েকজন ক্রিকেটার মিস হয়ে গেছে, আমাদের প্রথম কল ছিল মাহমুদউল্লাহ রিয়াদ। 


তাকেও আমাদের না পাওয়ার সম্ভাবনা ছিল, তাকে ছেড়ে দিতে হয়েছে। এটা একদমই হওয়া উচিত না। গত মৌসুমে যখন আমাদের সঙ্গে বিসিবির বৈঠক হয় তখন কেউই চায়নি সরাসরি চুক্তি কিংবা রিটেইন করার সুবিধা। একমাত্র আমিই চেয়েছিলাম। যেহেতু আমি একা চেয়েছি তাই কিছুটা কম পেয়েছি। সবাই মিলে যদি চাইতাম তাহলে হয়ত রিটেইন কিংবা সরাসরি চুক্তি করা খেলোয়াড়ের সংখ্যাটা আরও বেশি হতো। 


ক্রিকফ্রেঞ্জি: এটা তো আসলে সবারই চাওয়া উচিত তাহলেই তো একটা ফ্র্যাঞ্চাইজির নির্দিষ্ট একটা দল তৈরি হবে...



promotional_ad

মিজানুর: এটা সবারই চাওয়া উচিত। কিন্তু সমস্যা হচ্ছে দলগুলো ধারাবাহিক না। আপনি ঢাকা দলকে দেখেন, গত ৫ বছরে পাঁচজন আলাদা মালিক। এক বছর কিন্তু বিসিবিও চালিয়েছে। এটা সঠিক কোন উপায় না। আপনি তিন বছরের জন্য মালিকানা দিয়েছেন কয়টা দল তিন বছর চালাতে পেরেছে। চিটাগং এবার অন্য মালিকানায় গেছে। তারা অনেক ভালো কাজ করেছে কিন্তু মালিকানা অন্য। রাজশাহী নতুন দল নিয়ে এসেছে তাই তাদের তো চাওয়া থাকার কথা না। 


আরো পড়ুন

পারিশ্রমিক পরিশোধের জন্য ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে রাজশাহী

৮ ফেব্রুয়ারি ২৫
এবার আর চেক বাউন্স হয়নি, টাকাই পাননি ক্রিকেটাররা, ফাইল ফটো

এমন লোককে আপনার দল দিতে হবে যারা আগে চালিয়েছে এবং তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া। স্পোর্টস একটা ডিফারেন্ট বল গেইম। এটার সঙ্গে আপনি যদি রাজনীতিকে মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না। স্পোর্টসকে স্পোর্টসের জায়গায় রাখতে হবে। এটা আমার মোটো। যাদেরকে নেবেন তারা যেন সত্যিকারের ক্রীড়া সংগঠক হয়। তাদেরকেই দল দেয়া উচিত অন্যথায় দল দেয়া উচিত না। 


ক্রিকফ্রেঞ্জি: প্রতি বছরই বিপিএল আয়োজনের সময়কাল নিয়ে আলোচনা হয়। কদিন আগে বিসিবি সভাপতি উইন্ডো পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কবে নাগাদ বিপিএল আয়োজন করলে ভালো হবে বলে মনে হয়?


মিজানুর: বিপিএলের সময়টা পরিবর্তন করতে হবে নয়ত আমরা ভালো ক্রিকেটার আনতে পারব না। বিশেষ করে আইএলটি-২০ এবং এস ২০ একসাথে যেহেতু হচ্ছে এজন্য এটার বাইরে বেরিয়ে আসতে হবে। এর বাইরে বের হতে না পারলে বিপিএল সাফল্য পাবে না। আমার মনে হয় নভেম্বর-ডিসেম্বর বিপিএলের জন্য উপযুক্ত সময়। টুর্নামেন্টের ব্যপ্তি কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে আপনার কিট ডাবল আনতে হবে। পৃথিবীর কোথায় এত বড় টুর্নামেন্ট হয় না। সময় কমিয়ে আনতে হবে। আপনি তখনই সময় কমিয়ে আনতে পারবেন যখন সবকিছু আপনার কাছে ডাবল থাকবে। 


ক্রিকফ্রেঞ্জি: বিপিএলের প্রোডাকশন নিয়ে প্রায়শই সমালোচনা হচ্ছে। সেখানে কী ধরনের উন্নতি প্রয়োজন?


মিজানুর: প্রোডাকশনের মান বাড়ানোর জন্য যেন একটু খরচ করা হয়। প্রোডাকশনের মান খারাপ হলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারব না। ক্রিকেটের অবকাঠামোর উন্নয়ন করলে তখন এটা একটা ইন্ড্রাস্ট্রিতে পরিণত হবে। আমরা যারা ফ্র্যাঞ্চাইজির মালিক তখন অচিরেই লাভের মুখ দেখতে পারব। 


ক্রিকফ্রেঞ্জির: বিসিবির তো এখানেই সবচেয়ে বেশি বিনিয়োগ করার কথা ছিল। কিন্তু তারা প্রত্যাশিত বিনিয়োগ করছে না কেন?


মিজানুর: দেখুন, ক্রিকেট আর বিপিএলের উন্নয়নের জন্য শুরুতে বিসিবিকে কিছু বিনিয়োগ করতেই হবে। হয়তবা তারা এটাকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দেখে, এটা সরকারি প্রতিষ্ঠান। সব জায়গায় গিয়ে লাভ করতে হবে এমন কোন কথা না। আমাদের অনেক ফান্ড আছে এগুলোকে ভালোভাবে কাজে লাগাতে হবে। জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে আপনি যে ফান্ডগুলো দিচ্ছেন সেগুলো কোন কাজে লাগছে না। এরকম প্রতিযোগিতামূলক কোন প্রোগ্রামে কিছু টাকা লসও হয় তারপরও আপনাকে অবকাঠামো গড়তে হবে। 


কিছুদিন হয়ত লস হবে। তারপর দেখবেন উল্টো আপনার লাভ হবে। আপনার প্রোডাকশনের মান ভালো হলে তখন আন্তর্জাতিক সম্প্রচারক প্রতিষ্ঠানরা কিনে নেবে। তখন এটার ভ্যালু হবে ৫ মিলিয়ন ডলার। তখন আপনাকে ২ কিংবা ৫ কোটি টাকায় বিক্রি করতে হবে না। আপনার তো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার দরকার নেই, আপনি সরাসরি বিক্রি করেন। আমরা দেখি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হচ্ছে। তৃতীয় পক্ষের কাছে বিক্রির ক্ষেত্রে অনেক সময় সাত-পাঁচ বোঝানো হয়। 


ক্রিকফ্রেঞ্জি: কদিন আগে তামিম ইকবাল ফ্র্যাঞ্চাইজির সংখ্যা কমানোর কথা বলেছেন। আপনিও কী তেমন কিছুই চান?


মিজানুর: দেখুন, ফ্র্যাঞ্চাইজি সাতটা নাকি পাঁচটা এটা নিয়ে আমি চিন্তিত না। আমি চিন্তিত সত্যিকারের ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক তাদেরকে যেন দল দেয়া হয়। এবং দেখেশুনে যেন দেয়া হয়। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। 


ক্রিকফ্রেঞ্জি: বিভিন্ন লিগেই তো ভারতীয় ফ্র্যাঞ্চাইজিরা মালিকানা নিচ্ছে। বিপিএলেও যদি এমন কিছু হয় তাহলে...



মিজানুর: আমি নিশ্চিত এই মুহূর্তে বিদেশি কোন প্রতিষ্ঠান ক্রিকেট খেলার জন্য বাংলাদেশে আসবে না। কারণ এখানে কোন প্রকার অবকাঠামো নেই। এটাই মূল সমস্যা। যখন এখানে অবকাঠামো হবে তখন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এখানে আসবে। আমি সেটাই বলছিলাম আপনি অবকাঠামো করে দেন দেখবেন ক্রিকেট কোথায় চলে যায়। তখন বিপিএল একটা ইন্ড্রাস্টি হবে, গ্যারান্টি দিচ্ছি। 


ক্রিকফ্রেঞ্জি: আপনি একজন ফ্র্যাঞ্চাইজির মালিক হয়ে এটা বুঝতে পারছেন কিন্তু বিসিবি কী এটা বুঝে না?


মিজানুর: আমি জানি না। তবে সবাই মিলে একটা পরিবেশ তৈরি করতে হবে বিপিএলের জন্য। মনে করেন একটা ফ্র্যাঞ্চাইজির হঠাৎ করে সমস্যা হলো কারণ ৬ মাস আগে তারা দল নিয়েছে। যখন খেলা হচ্ছে তখন হয়ত একটা সমস্যায় পড়েছে। এখানে একটা রেসকিউ ফান্ড থাকতে হবে। ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে গ্যারান্টি জাতীয় কিছু একটা নিয়ে রাখতে হবে। ওই সময় ফ্র্যাঞ্চাইজি যদি নাও দিতে পারে তাহলে বিসিবি দিয়ে দেবে পরবর্তীতে গ্যারান্টি থেকে ক্যাশ আউট করে নেবে। 


এমনটা তো হতেই পারে। সবার উইন-উইন একটা সিচুয়েশন থাকতে হবে। এখানে উইন করছে শুধু বিসিবি। তারা আরেকটা কোম্পানির মতো। তারা একটা কোম্পানির মতো হওয়া উচিত না। তাদেরকে আমাদের গার্ডিয়ান হতে হবে। বাবা কী করে বাবা সবসময় পকেট থেকে টাকা দেয়, বিনিয়োগ করে ছেলের জন্য। বিসিবির অবশ্যই আমাদের জন্য বিনিয়োগ করতে হবে। 


ক্রিকফ্রেঞ্জি: বিসিবি শুধু নিজেদের লাভের কথা চিন্তা করেই বলে কী বিপিএলের এমন করুণ অবস্থা?


মিজানুর: আমি নিশ্চিত, এটাই একমাত্র। এজন্যই বিপিএলের উন্নতি হচ্ছে না। তারা বিপিএলের অবকাঠামো দিচ্ছে না, দিলেই তো...। দেখুন, আপনি ঢাকা প্রিমিয়ার লিগের দল বানাচ্ছেন ৫০ লাখ টাকা খরচ করে একটা ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।৫ বছর যাবত আমরা দল চালাচ্ছি, কোটি কোটি টাকা খরচ করছি। আমাদের কিন্তু ভোটিং পাওয়ার নেই, আবার টাকাও পাচ্ছি না। আমাদেরকে কিছু তো একটা দিতে হবে। অন্যথায় আমরা কী নিয়ে চলব। সবকিছুই চিন্তা করতে হবে আর গিভ অ্যান্ড টেইকের একটা ব্যাপার থাকতে হবে।


ক্রিকফ্রেঞ্জি: গত বছর আপনারা চ্যাম্পিয়ন হওয়ার পরও জিএসএলে যেতে পারেননি। আবার যেহেতু আপনারাই চ্যাম্পিয়ন তাহলে এবার যাচ্ছেন?


মিজানুর: ইনশাআল্লাহ, আল্লাহ যদি সব ঠিক রাখে তাহলে আমরা জিএসএলে যাব। আমরা একটা ভালো দল নিয়েই যাব যেন আমরা চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি। আমরা এমনটা প্রত্যাশা করছি এবং বরিশালবাসীর কাছে আমরা আবারও দোয়া চাই গ্লোবাল সুপার লিগে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি। আপনারা দোয়া কইরেন এবং দূর থেকে আপনারা দেইখেন। আমি চেষ্টা করব যাতে বাংলাদেশের কোন টিভি চ্যানেল এটা দেখায়।


ক্রিকফ্রেঞ্জি: জুলাইয়ে যেহেতু জিএসএলের দ্বিতীয় আসর শুরু। আপনারা নিশ্চয় এখনই পরিকল্পনা সাজাতে শুরু করেছেন...


মিজানুর: দেখুন, তামিম ইকবাল এগুলো সব করে, ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলেছে। কাইল মেয়ার্সের সঙ্গে কথা বলেছে, আমি নিজেও তার সঙ্গে কথা বলেছি। গায়ানাতে খেলার জন্য সে মুখিয়ে আছে। আমার মনে হয় মালান, ফুলারও খেলবে। তামিম ইতোমধ্যে তাদের সঙ্গে কথা বলছে, সে সিদ্ধান্ত নেবে। যেহেতু বাংলাদেশ থেকে অনেকদূর এজন্য এশিয়া থেকে খুব বেশি ক্রিকেটার নিতে পারব না। এজন্য আমরা ইংল্যান্ড, আমেরিকার খেলোয়াড়দের নেয়ার চেষ্টা করব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball