স্লেজিং বন্ধ করতে নারাজ অস্ট্রেলিয়া
ছবি:

আর এক সপ্তাহ পরেই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বল টেম্পারিং কেলেঙ্কারিতে খারাপ সময় কাটানো অজিরা এই সিরিজেও স্লেজিং থেকে বিরত থাকবেনা, জানিয়েছেন দলটির অধিনায়ক টিম পেইন।
"মাঠে আচরণের ব্যাপারে আমরা শান্ত থাকবো। তবে আমরা আমাদের স্পিরিট নষ্ট করবো না। মাঠে আমরা চুপ থাকবো না। আমরা জানি কি করা উচিত এবং কি করা উচিত না।"
এদিকে দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করছেন, সবসময়ই মাঠে ঘৃণার চোখে দেখা হয় অজিদের। স্লেজিংয়ের বিষয়ে নিজের মতো যুক্তি দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেন তিনি।

'মাঠে আমরা যতই শান্ত থাকি, সবাই মনে করছে আমরা বদমেজাজি। আমরা মাঠে ও মাঠের বাইরে যতই ভালো ব্যবহার করি, আমাদের শুনতে হবে আমরা অকথ্য ভাষা ব্যবহার করছি। এটাই শেষ ৩০ বছর ধরে হয়ে আসছে।
'কাউকে অকথ্য ভাষায় কিছু বলা আর স্লেজিংয়ের মধ্যে পার্থক্য আছে। অকথ্য ভাষায় কিছু বলাটা অবশ্যই খারাপ। কিন্তু স্লেজিং ক্রিকেটেরই অংশ। এটা মজার অংশ বলা যায়।'
এদিকে পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।