পাক শিবিরে কোচকে ঘিরে বিশৃঙ্খলা

ছবি:

পাকিস্তানের ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন। মূলত বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়াতেই দায়িত্ব ছাড়ছেন সাবেক এই অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে অনেকদিন ধরেই মনোমালিন্য হয়ে আসছে তার। পাকিস্তানী মিডিয়ার মতে, পিসিবি সম্পর্কে রিক্সনের অভিযোগ, লাহোরে তাকে ভালো কোনো বাসা দেওয়া হয়নি।
এছাড়া তার ইন্টারনেট সংযোগ অনেক বেশি ধীরগতির। নিরাপত্তার ব্যাপারেও প্রশ্ন তুলেছেন তিনি। আর মূল কারণ পারিশ্রমিক দেরিতে পাওয়া। গেলো কয়েক মাস ধরেই নাকি দেরিতে পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

লিডস টেস্ট শুরু হওয়ার আগে সময়মত পারিশ্রমিক না পাওয়ার কারণে দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেননি দুই বছর ধরে পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্বে থাকা রিক্সন।
যেদিন যোগ দেননি, সেদিনই তাকে পারিশ্রমিক দেওয়া হয়। তারপরেই দলের সঙ্গে পুনরায় যোগ দেন তিনি। এদিকে লিডস টেস্টে ইংলিশ উইকেটকিপার জশ বাটলারের ক্যাচ মিস করেন হাসান আলী।
ক্যাচ মিসের পরে বলও চলে যায় সীমানার বাইরে। এই দৃশ্য দেখে নাকি অনেক বেশি রেগে যান রিক্সন। ড্রেসিং রুমেই সাফ জানিয়ে দেন স্কটল্যান্ডের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি।