ইংল্যান্ডের পোশাকে বিশ্বকাপ খেলতে পারেন জোফরা আর্চার!

ছবি:

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জোফরা আর্চার। এমনকি ২০১৯ সালের অ্যাশেজেও ইংল্যান্ডের পোশাকে দেখা যেতে পারে তাকে।
বার্বাডোজের এই ক্রিকেটারের এখনো উইন্ডিজ দলের হয়ে অভিষেক ম্যাচই খেলা হয়নি। যদিও ক্যারিবিয়ানদের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচে খেলেছেন তিনি। এবার তার সামনে সুযোগ এসেছে নিজের বাবার জন্মস্থানের (ইংল্যান্ড) হয়ে খেলার।
নিয়ম অনুযায়ী ইংল্যান্ড দলের হয়ে যদি অন্য দেশে জন্ম নেওয়া কোনো নাগরিক (বা পাসপোর্টধারী ) খেলতে চায় তবে তাকে সাত বছর ইংল্যান্ডে থাকতে হবে। প্রতি বছর অন্তত ২১০ দিন ইংল্যান্ডে কাটাতে হবে।

কিন্তু ইংল্যান্ডের সংবাদপত্রের খবর অনুযায়ী ইসিবি বর্তমান আবাসনের নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে; আর এমনটা হলে ২০১৯ সালেই ইংল্যান্ডের হয়ে খেলতে পারেন আর্চার।
সেক্ষেত্রে ১৯ বিশ্বকাপের পাশাপাশি অ্যাশেজেও খেলতে পারেন তিনি। নিয়ম বদলে ইসিবি আইসিসি'র আবাসনের নিয়মকেই অনুসরণ করতে পারে। উল্লেখ্য, এবারের বিপিএলে খুলনা টাইটান্স দলের হয়ে খেলেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জোফরা আর্চার।
বিপিএলে দারুণ পারফর্মেন্সে করে নজর কেড়েছিলেন তিনি। এরপরে রাজস্থান রয়্যালসের পোশাকে এবারের আইপিএলেও দেখা যায় তাকে। এছাড়া ইংল্যান্ডে কাউন্টি দল এসেক্সের হয়ে খেলছেন তিনি।