সিরিজ বাঁচাতে পারলো না বাংলাদেশ

ছবি:

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচেও হতাশ করেছেন টাইগার ব্যাটসম্যানরা। ব্যাট হাতে ওপেনার তামিম ইকবাল ছাড়া আর কেউই ব্যাট হাতে সফল হতে পারেননি।
আর বল হাতে আগের ম্যাচের মতো এদিনেও ভীতি ছড়িয়েছেন আফগান স্পিনার রশিদ খান। এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানকে সিরিজ জিতিয়েছেন ১৯ বছর বয়সী এই স্পিনার।
দেরাদুনে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ছয় উইকেটে হার বাংলাদেশের। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রানে ১৩৪ রানে শেষ হয়েছে বাংলাদেশ দলের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভার পাঁচ বলে ছয় উইকেট বাকী থাকতেই ম্যাচ শেষ করে আফগানিস্তান। স্বল্প লক্ষ্য অতিক্রম করতে নেমে নাজমুল ইসলাম অপুর প্রথম ওভার মেডেন দেয় আফগানরা।
তার দ্বিতীয় এবং দলের তৃতীয় ওভারেও মেডেন দেয় আফগানরা। তবে বাকী বোলারদের উপরে চড়াও হয় দুই আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ও উসমান গনি।
তবে পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট নেন আবু হায়দার রনি। ১৮ বলে ২৪ রান করে বিদায় নেন শেহজাদ। ৩১ বলে ২১ রান করে আরেক ওপেনার গনি রুবেলের বলে সৌম্যকে ক্যাচ দিয়ে ফিরেছেন।

এরপরে আফগান শিবিরে আঘাত আনেন মোসাদ্দেক হোসেন সৈকত। আসগর স্ট্যানিকজাইকে (৪) ফেরান তিনি। তবে আরেক পাশে দুরন্ত গতিতে রান তুলতে থাকেন সামিউল্লাহ শেনওয়ারী।
মোসাদ্দেক হোসেনের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৪১ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৪৯ রান করেন তিনি। তিনি ফিরে গেলেও ম্যাচ শেষ করে আসেন মোহাম্মদ নবী।
তিনটি চার ও দুটি ছক্কায় ১৫ বলে ৩১* রান করে আফগানদের মুখে সিরিজ জয়ের হাসি এনে দেন তিনি। টাইগারদের হয়ে দুটি উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে, ব্যাটিংয়ে নেমে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।
লিটন মাত্র ১ রান করে জাদরানের শিকার হয়ে মাঠ ছাড়েন। তারপর ১৩ রান করে সাব্বির, ২২ রান করে মুশফিকুর রহীম ও ১৪ রান করে মাহমুদুল্লাহ তামিমকে কিছুটা সঙ্গ দিয়েছেন।
তবে কেউই স্থায়ী হতে পারেননি বেশিক্ষণ। একপ্রান্ত আগলে রাখা তামিম ৪৩ রান করে আউট হয়েছেন। দ্রুত উইকেট হারাতে থাকলেও শেষ দিকে আবু হায়দার রনির ১৪ বলে ২১ রানের ক্যামিও ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ দল। নাজমুল অপু অপরাজিত থাকেন ৬ রান করে।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ টি উইকেট দখল করেছেন রশিদ খান। ২ টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। আর শাপুর জাদরান ও করিম জানাতের ঝুলিতে গেছে ১ উইকেট। এই ম্যাচে জয় পেতে দুর্দান্ত বোলিংয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, আবু হায়দার রনি।
আফগানিস্তান: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারী, শফিকুল্লাহ শফিক, রশিদ খান, করিম জনত, মুজিব উর রহমান, শাপুর জাদরান।