আইপিএলের প্রতি কৃতজ্ঞ বাটলার

ছবি:

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জশ বাটলার। ফিরেই বাজিমাত করেছেন তিনি।
লর্ডস টেস্টের দুই ইনিংসে রান করেছেন যথাক্রমে ১৪ ও ৬৭। এরপরের টেস্টে দলকে জেতাতে প্রথম ইনিংসেই খেলেছেন অপরাজিত ৮০ রানের একটি ইনিংস।
এমন পারফর্মেন্সের রহস্য কি? বাটলার অবশ্য কৃতিত্ব দিচ্ছেন আইপিএলকে। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সময়টা দারুণ কেটেছে তার। গণমাধ্যমকে বাটলার জানান,

' এবারের আইপিএলে আমি বেশ কিছু সময় ছিলাম। সেখানে আমার আত্মবিশ্বাস দারুণভাবে বেড়ে গিয়েছে। ভারতে অনেক দর্শকের সামনে খেলেছি, অনেক চাপের মধ্যে খেলেছি।
'মূলত সেখানে খেলাই উপকার হয়েছে আমার। তারা আমার সামর্থ্যের সবটুকু বের করে আনতে পেরেছে। ভারতে হয়তো সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট খেলেছি, কিন্তু সেটা টেস্টেও কাজে দিয়েছে।'
উল্লেখ্য, এবারের আইপিএলে ব্যাট হাতে চমক জাগানো পারফর্মেন্স ছিল বাটলারের। শুরুর দিকে খেলা কয়েকটি ম্যাচে নিচের সারিতে ব্যাটিং করায় সেভাবে সুবিধা করতে পারেননি তিনি। তবে ওপেনার হিসেবে নামার পর থেকে টানা পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরি হাকান তিনি।