promotional_ad

বড় লিডের পথে ইংলিশরা

promotional_ad

হেডিংলিতে প্রথম দিন দেখা গিয়েছিলো ইংলিশ পেসারদের ঝলক। আর দ্বিতীয় দিনে দেখা গেলো ইংলিশ ব্যাটসম্যানদের দায়িত্বশীল কয়েকটি ইনিংস। আগের দিনের ১০৬ রানের দলীয় ইনিংসটিকে মেরামত করছে ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যানরা।


এদিনে অবশ্য শুরুর দিকেই ফিরে গিয়েছেন অধিনায়ক জো রুট। ছয়টি চারে ৪৫ রান করে মোহাম্মদ আমিরের প্রথম শিকার হয়ে ফিরে যান তিনি। এরপরে ৬২ রানের জুটি গড়েন ডোমিনিক বেজ ও ডেভিড মালান।


মালান ২৮ রান করে বিদায় নেওয়ার আরেকটু পরেই বিদায় নেন বেজ। এক রানের জন্য অর্ধশতক বঞ্চিত হয়ে শাদাব খানের একমাত্র শিকার হয়ে ফিরেছেন তিনি। 


২১২ রানে তখন ৫ উইকেট নেই ইংলিশদের। সাময়িক বিপদ কাটানোর চেষ্টা করেন জনি বেয়ারস্টো এবং জশ বাটলার। বেয়ারস্টো ২১ রান করে ফিরে যান। কিন্তু টেল এন্ডারদের সঙ্গে ইনিংস মেরামত করছেন বাটলার।



promotional_ad

৩৪ রান করে অপরাজিত আছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন টম কুরান (১৬*)। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির এবং ফাহিম আশরাফ। ইংল্যান্ডের মোট রান সাত উইকেটে ৩০২।


১২৮ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে ইংল্যান্ড। হাতে আছে তিনটি উইকেট। প্রথম ইনিংসে ১৭৪ রানেই অলআউট হয়েছিলো লর্ডস টেস্টে জয় পাওয়া পাকিস্তান।


পাকিস্তান একাদশ-


আজহার আলি, ইমাম উল হক, হারিস সোহেল, আসাদ শফিক, উসমান সালাউদ্দিন, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলি, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস।



ইংল্যান্ড একাদশ-


অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ডমিনিক বিস, ডেভিড মালান, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্যাম কুরান, জস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball