promotional_ad

মার্শের নেতৃত্বগুণ পরখ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া

promotional_ad

বল টেম্পারিং ঘটনার পর হুট করেই অজি টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পেইন। তবে তাৎক্ষনিকভাবে পেইনের সহকারী হিসেবে কারো নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।


এদিকে দীর্ঘদিন ধরেই সাবেক অজি ক্রিকেটারদের মধ্য থেকে প্রস্তাব আসছিল পেইনের সহকারী হিসেবে অলরাউন্ডার মিচেল মার্শকে দায়িত্ব দেওয়ার কথা। ক্রিকেট অস্ট্রেলিয়ার মনে ধরেছে কথাটি। 


তবে মার্শকে একটু পরখ করে দেখে নিতে চায় তারা। এজন্য সামনের সেপ্টেম্বরে ভারত সফরে অস্ট্রেলিয়া এ দলের হয়ে চার দিনের ম্যাচে নেতৃত্ব দেবেন মার্শ। তার ডেপুটি হিসেবে থাকছেন অ্যালেক্স ক্যারি।



promotional_ad

আর একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে নেতৃত্ব দেবেন ট্রাভিস হেড। তার সহকারিও অ্যালেক্স ক্যারি। মার্শকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার ব্যাপারে অজি প্রধান নির্বাচক ট্রেভর হন্স জানান,


' 'এ' দল নিয়ে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতের অজি দলের জন্য যোগ্য নেতা প্রয়োজন। ট্রাভিস, মার্শ এবং অ্যালেক্স তিনজনের মধ্যেই আমরা দারুণ সম্ভাবনা দেখেছি।'  


চার দিনের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া 'এ' দলঃ মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ব্রেন্ডন ডগগেট, পিটার হ্যান্ডসকম্ব, ট্র্যাভিস হেড, জন হল্যান্ড, উসমান খাজা, মাইকেল নেসার, জোয়েল প্যারিস, কার্টিস প্যাটারসন, ম্যাথু রেনশো, মিচ সুইপসন, ক্রিস ট্রেমাইন।



একদিনের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া 'এ' দলঃ ট্র্যাভিস হেড (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, মার্নস লাবুসাগ্নে, মাইকেল নেসার, ম্যাথু রেনশো, ঝে রিচার্ডসন, ডি'আরসি শর্ট, বিলি স্ট্যানলেক, মিচ সুইপসন , ক্রিস ট্রেমাইন, জ্যাক উইল্ডারমুথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball