লর্ডসে পাক পেসারদের দাপট

ছবি:

পেসারদের দাপটে লর্ডস টেস্টের প্রথম দিনটি দারুণ গিয়েছে সফরকারি পাকিস্তানের। স্বাগতিক ইংল্যান্ডকে ১৮৪ রানেই অলআউট করে দিয়েছে তারা। টসে জিতে ব্যাটিং বেঁছে নিয়েছিলো ইংলিশরা।
কিন্তু শুরু থেকেই পাক পেসারদের তোপের মুখে পরতে হয় তাদের। ব্যক্তিগত চার রান করে মোহাম্মদ আব্বাসের বলে বোল্ড হয়ে ফেরেন মার্ক স্টোনম্যান। এরপরে হাসান আলীর কাছে পরাস্ত হন অধিনায়ক জো রুট (৪) এবং ডেভিড মালান (৬)।
তৃতীয় উইকেট পরার পরে ৫৭ রানের জুটি গড়তে সমর্থ হন অ্যালিস্টার কুক এবং জনি বেয়ারস্টো। ব্যক্তিগত ২৭ রানে ফিরে যান বেয়ারস্টোও। এরপরে উইকেটে আসেন বেন স্টোকস।

এই দুজনে আবার গড়েন ৪৯ রানের জুটি। তবে দলীয় ১৪৯ রানের মাথায় ব্যক্তিগত ৭০ রানে (১৪ টি চার) মোহাম্মদ আমিরের বলে বোল্ড হয়ে পঞ্চম উইকেট হিসেবে ফিরে যান কুক।
এদিনে দারুণ একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। অ্যালেন বর্ডারের একটানা ১৫৩ টেস্ট খেলার বিশ্বরেকর্ডের যৌথ মালিক এখন তিনিও। আর এদিনে তার ইনিংসেই কিছুটা রক্ষা ইংলিশদের।
এরপরে লেজের সারির ব্যাটসম্যানদের কেউ রান পাওয়ায় ১৮৪ তেই থামতে হয় ইংল্যান্ডকে। স্টোকস করেন ৩৮ রান। দুই বছর পরে দলে ফেরা জশ বাটলার করেন ১৪ রান।
পাক পেসারদের মধ্যে চারটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস এবং হাসান আলী। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষ হওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ এক উইকেটের বিনিময়ে ৫০ রান।
ওপেনার ইমাম উল হককে ব্যক্তিগত চার রানে ফেরান স্টুয়ার্ট ব্রড। উইকেটে আছেন আজহার আলী (১৮*) ও হারিশ সোহেল (২১*)। ১৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে সফরকারীরা।