ওরা আমাকে প্রায়শ্চিত্ত করতে দিচ্ছে নাঃ সালমান

ছবি:

স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পরে ঘরোয়া ক্রিকেটে দারুণ করছেন সালমান বাট। তবে তার পারফর্মেন্সে গলছেন না নির্বাচকরা। তাই ডাকও পাচ্ছেন না তিনি।
আসন্ন ইংল্যান্ড সফরে পাকিস্তান দলেও ডাক মেলেনি তার। এজন্য স্বভাবতই হতাশ তিনি। ফিক্সিং কেলেঙ্কারির কালিমা সরাতে চাইলেও সেই সুযোগ পাচ্ছেন না ৩৩ বছর বয়সী বাট। পাকিস্তানী মিডিয়ার সামনে হতাশাগ্রস্ত কণ্ঠে জানিয়েছেন,
'টেস্ট দলে জায়গা পেলে ভালো হতো। তা আমাকে শুধু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগই করে দিতো না, ইংল্যান্ডের মাটিতে ভালো করার সুযোগও দিতো। সমর্থক এবং সমালোচকদের সামনে দায়মোচনের একটা সুযোগ হতে পারতো এটা, যেখানে আমি ২০১০ সালে ভয়ংকর একটা ভুল করেছিলাম।'

তবে ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ে সালমান বাটের সঙ্গী ছিলেন মোহাম্মদ আমির এবং মোহাম্মদ আসিফ। কিন্তু মোহাম্মদ আমির নিয়মিত খেলে গেলেও বাকিদের দিকে নজর নেই পাকিস্তানী ক্রিকেট বোর্ডের।
‘আমি দলে জায়গা পাওয়ার জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। আমার দিক থেকে আমি কঠোর অনুশীলন করছি, সামনের মৌসুমগুলোতেও ভালো করার লক্ষ্য ঠিক করে রেখেছি।
'এমনকি প্রধান নির্বাচক ইনজামাম উল হকও আমাকে বলেছিলেন, পাকিস্তান দলে দেখার আশা করেন। আমি জানি না, কি তাকে এটা করা থেকে বিরত রেখেছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি।'