টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছে টস?

ছবি:

টেস্ট ক্রিকেটকে বাঁচাতে একের পর এক অভিনব পদক্ষেপ নেওয়া হচ্ছে। দর্শককে মাঠে আনতে শুরুতে আনা হল দিবারাত্রির টেস্ট, আর এবার শোনা যাচ্ছে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে উঠে যেতে পারে টসের বিধান।
অথচ ক্রিকেটের জন্মলগ্ন থেকেই (১৮৭৭ সালে) টসের বিধান চালু আছে। এর মাধ্যমে নির্ধারণ করা হয় কে আগে ব্যাট বা বল করবে। তবে এর কিছু খারাপ দিকও আছে। আর তা হচ্ছে হোম টিম টসে জিতলে বাড়তি সুবিধা নিতে পারে।
তারা নিজেদের বানানো উইকেট দেখে সিদ্ধান্তে পৌঁছায়, যা প্রায়ই সফরকারি দলের জন্য অশনি সংকেত বয়ে আনে। সামনেই শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর টেস্ট চ্যাম্পিয়নশিপে টস বাদ দেওয়ার চিন্তা ক???ছে আইসিসি।

বরঞ্চ এর বদলে সফরকারি অধিনায়ককে ব্যাটিং বা বোলিং বেঁছে নিতে বলা হবে। ক্রিকেটে অবশ্য এমন বিধান এবারই প্রথম নয়। ভিন্ন আঙ্গিকে প্রায় কাছাকাছি ধরণের নিয়ম চলে আসছে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে।
২০১৬ সাল থেকে সেখানে চলা নিয়ম অনুযায়ী, সফরকারি অধিনায়ক যদি টসে সন্তুষ্ট না হন তবে বোলিং বেঁছে নিতে পারেন তিনি। এই বিষয়টিও মনে ধরেছে আইসিসির। মে মাসের শেষের দিকে মুম্বাইতে আইসিসির এক সভা হবে। সেখানকার আলোচ্য বিষয় হিসেবে টস ইস্যুও থাকবে।
কমিটির ব্রিফিং নোটে লিখা আছে, 'টেস্ট ম্যাচের পিচ তৈরিতে স্বাগতিক দলের ক্ষমতা প্রয়োগ এখন একটি মারাত্মক সমস্যা। কমিটির একাধিক সদস্য বিশ্বাস করেন সফরকারী দলকে স্বয়ংক্রিয়ভাবেই টস দেয়া উচিত। যদিও কমিটিতে আরো কিছু সদস্য আছেন যাদের দর্শন ভিন্ন।'
বলে রাখা ভালো, টসের এই বিকল্প চিন্তাধারার জনক সাবেক অজি কোচ ড্যারেন লেহম্যান। তিনিই সবার আগে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নিয়ম আনার কথা বলেছিলেন। যদিও অজি দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোয় উক্ত আইসিসির সভায় অনুপস্থিত থাকবেন তিনি।
সূত্রঃ-ক্রিকইনফো