মাশরাফি ফিরছেন না?

ছবি:

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টি২০ ক্রিকেটে ফেরানোর তোড় জোড় করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই টাইগার তারকার ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
মাশরাফির ফেরা না ফেরা, এই পুরো ব্যাপারটিই নির্ভর করছে তার উপর। মাশরাফি যেহেতু নিজেই অবসরের ঘোষণা দিয়েছিলেন, তাই ব্যাপারটি এই দেশ সেরা পেসারের উপরেই ছেড়ে দেয়ার পক্ষে খালেদ মাহমুদ সুজন।
এই প্রসঙ্গে সুজন বলেন, "এটা আসলে আমি ওকে বলি যে ওকে চিন্তা করতে খেলবে কি না। তবে আমি মনে করি না সে এখনও ওইভাবে চিন্তা করেছে। আমি ওকে বলেছিলাম ইতিবাচক চিন্তা করতে। তবে আমার মনে হয়না ও ফিরে আসতে চাইবে। অগ্রগতি এটা সম্পূর্ণ মাশরাফির উপর নির্ভর করে। ও এখনও সামর্থ্যপূর্ণ। যেহেতু ও অবসর ঘোষণা করেছে তাই ব্যাপারটা সম্পূর্ণ ওর উপর।'

সংবাদ মাধ্যমে খবর চাউর হয়েছে টি২০তে না ফিরলেও মাশরাফি অন্য ভূমিকায় শ্রীলঙ্কা সফরে যাবেন। তবে, এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর। মাশরাফি প্রিমিয়ার লিগে খেলছেন বিধায় এই ব্যাপারটি তার ক্লাব মেনে নেবে না বলেও মনে করেন তিনি।
সুজনের ভাষ্যমতে, 'যেহেতু মাশরাফি প্রিমিয়ার লিগে খেলছে তাই কোন সুযোগই নেই তার ক্লাব এটা মেনে নিবে না। তবে যদি জাতীয় দলে সুযোগ পায় তাহলে সেটাতো বড় ব্যাপার। নেতিবাচক হলেও আমি মনে করি মাশরাফিও দেশের জন্য সবসময় চিন্তা করে দেশের জন্যই ক্রিকেট খেলে, দেশের জন্যই খেলেছে সবসময়।'
মাশরাফির টেস্টে ফেরার সম্ভাবনার প্রসঙ্গে সুজন বলেছেন এই ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে, এই তাইগার পেসারকে ওয়ানডে ক্রিকেটের বড় প্রতিযোগী বলে মনে করেন তিনি।
সুজন জানিয়েছেন, 'আমি জানিনা সামনে আসলে টেস্ট ম্যাচে মাশরাফি আসলে কি চায়। তবে আমি খুব খুশি যে সে এখনও ওয়ানডে ক্রিকেটের বড় প্রতিযোগী। সবসময় যেখানেই খেলে, ক্লাব ক্রিকেটেও সে খুব ভালো প্রতিযোগী। মাশরাফি থাকা মানে একটা দলের অর্ধেক জয় পাওয়া হয়ে যায় বলতে গেলে।'