নিজেদেরই সমস্যা দেখছেন তাসকিন

ছবি:

টাইগার পেসাররা বেশ কয়েকটি সিরিজ ধরেই হতাশ করেছেন। প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারছেন না। চ্যাম্পিয়ন ট্রফি ও দক্ষিন আফ্রিকা সফরে ব্যর্থ হওয়ার পর বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে নিজেদের ফিরে পেয়েছেন পেসাররা।
তবে, লঙ্কানদের বিপক্ষে টি২০ সিরিজে আবারও তাদের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ। কোর্টনি ওয়ালশের মতো বোলিং কোচ থাকার পরও তাদের এই ব্যর্থতা বর্তমান সময়ে সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে টাইগার পেস তারকা তাসকিন আহমেদ জানিয়েছেন কোচদের চেষ্টার কোনো ত্রুটি নেই। পেসারদের স্কিলে সমস্যা দেখছেন তিনি। কোচ তার প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কিন্তু পেসাররা তা কাজে লাগাতে পারছেন না। তাই ব্যর্থতার দায়টা নিজেদের কাঁধেই নিলেন তাসকিন।

এই প্রসঙ্গে টাইগার স্পিড স্টার বলেন, ‘আসলে নিজেদের স্কিলের সমস্যা, অযথা কোচদের দোষ দিয়ে লাভ নেই। কোচরা ঠিক পরিকল্পনা করছেন, ঠিক উপদেশ দিচ্ছেন। ঘাটতি যদি থেকে থাকে আমাদের বোলারদের। এটা আমাদের ঠিক করতে হবে। বাড়তি পরিশ্রম করতে হবে। আবার দেখতে হবে বোলিং অ্যাকশন বা টেকনিকে ঝামেলা আছে কি না। এখানে সুজন স্যার (খালেদ মাহমুদ), ওয়ালশ, রিচার্ড (হ্যালসল) বা সিনিয়র খেলোয়াড়েরা ভালোভাবেই দেখভাল করছেন। নিজেদের মনোযোগ আর পরিশ্রম ঠিক করতে পারলেই সব ঠিক হয়ে যাবে।’
গত শুক্রবার থেকে ১৪ পেসার নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের বোলিং কোচ ওয়ালশের পাঠশালা। এই বিশেষ অনুশীলনে ওয়ালশ পেসারদের ভ্যারিয়েশন নিয়ে কাজ করছেন বলে জানালেন তাসকিন।
তাসকিনের ভাষ্যমতে, ‘ওয়ালশ প্রতিটা বল আমাদের চিহ্নিত করছেন, বলটা জায়গামতো হচ্ছে কি না, দেখছেন। জায়গামতো বোলিং ও বৈচিত্র্য নিয়ে কাজ করা হচ্ছে। আসলে সবার অ্যাকুরেসি প্রাধান্য দেওয়া হচ্ছে। ভ্যারিয়েশন যেমন—ইয়র্কার, স্লোয়ার, লেন্থ বল, ওয়াইড ইয়র্কার...একেক দিন একেকটা ওভারে একেক জিনিস নিয়ে কাজ হচ্ছে।’