নতুন বছরে ব্যাটসম্যানদের নতুন দিগন্ত

ছবি:

নতুন বছর শুরু হয়েছে মাত্র দুই মাস হয়েছে প্রায়। তবে, এই কয়েকদিনের মধ্যেই দাপুটে ব্যাটিংয়ে এক নতুন দিগন্ত দেখিয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। যা ছাড়িয়ে গেছে আগের বছরগুলোকে।
চলতি বছর উইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। তাছাড়া, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে কিউইরা।
শ্রীলঙ্কা ২ ম্যাচের একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ দলের বিপক্ষে। আরব আমিরাত, আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ভারত ও দক্ষিন আফ্রিকাও বেশ কয়েকটি টি২০ ম্যাচ খেলেছে।

চলতি বছর আন্তর্জাতিক টি২০তে ব্যাটসম্যানরা রান করেছেন ৮.৯৯ রান রেটে। যা আগের বছর গুলোর তুলনায় অনেক বেশি। চলতি বছর ১৪ টি টি২০ ম্যাচ খেলা হয়েছে এর মধ্যেই ২৭.৩৭ গড়ে রান করেছেন ব্যাটসম্যানরা।
ফলে বোঝাই যাচ্ছে কি ঝড়টাই না বয়ে গেছে বোলারদের উপর দিয়ে। এর আগে ২০১৫ সালে ১৬ ম্যাচে ২৪.৫০ গড়ে রান করেছেন ব্যাটসম্যানরা। ৮.৫৪ রান রেটে খেলে।
২০০৭ সালে অবশ্য ২৪ টি টি২০ ম্যাচ খেলে ২৪.৩৯ গড়ে রান করেছিলেন ব্যাটসম্যানরা। সে বছর ৮.২৭ রান রেটে রান করেছিলেন ব্যাটসম্যানরা।