promotional_ad

বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন অপু

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরেই বল হাতে দারুণ চমক দেখিয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন অপু। সবশেষ আসরে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।


তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জার্সি গায়ে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০ ম্যাচে অভিষেক হয়েছে তার। এই ম্যাচে দলের সেরা বোলারও তিনি। মাত্র ৪ ওভারে ২৫ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।


সম্প্রতি দৈনিক ইত্তেফাকের সাথে এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণ হওয়ায় বেশ খুশি তিনি। সুযোগটি কাজে লাগানোর জন্য মুখিয়ে আছেন এই স্পিনার।



promotional_ad

অপুর ভাষ্যমতে, ‘সব খেলোয়াড়েরই একটা স্বপ্ন থাকে জাতীয় দলের খেলার। আল্লাহ এ সুযোগটা দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া। চেষ্টা করছি যাতে সুযোগটা কাজে লাগাতে পারি।’


প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা অপুকে সাহায্য করেছে বিপিএলের অভিজ্ঞতা। কিছুটা নার্ভাস থাকলেও নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছেন তিনি, ‘নার্ভাসনেস কাজ করেছে অবশ্যই। তবে চিন্তা করছি, বিপিএলে এর চেয়ে ভালো ব্যাটসম্যানদের বোলিং করেছি। ওই ফিলিংসটা নেওয়ার চেষ্টা করেছি।’


বিপিএলের সবশেষ আসরে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকে দুইবার আউট করেছিলেন অপু। একবার অপুর বোলিংয়ের প্রশংসাও করেছিলেন তিনি। দিয়েছিলেন কিছু পরামর্শও। সেই আত্মবিশ্বাসই আন্তর্জাতিক ম্যাচে কাজে লাগিয়েছেন এই বাঁহাতি স্পিনার।



এই প্রসঙ্গে অপু বলেন, ‘পাকিস্তানের শোয়েব মালিক স্পিন খুব ভালো খেলে। ওকে বিব্রত করে দিয়েছিলাম। দুই ম্যাচে দুবার আউট হয়েছিল আমার বলে। ম্যাচ শেষে আমাকে বলেছে, আমার ক্যারিয়ারে আমি স্পিনে এত সমস্যায় পড়িনি। তোমার বলে যেমন পড়েছি। তাই আত্মবিশ্বাস ছিল পারবো।’


এদিকে, আন্তর্জাতিক ম্যাচে অভিষেকেই ব্যতিক্রমী উৎযাপন দিয়ে নজর কেড়েছেন অপু। নিজের উৎযাপন নিয়ে অপু বলেছেন, ‘রিয়াদ ভাই, তামিম ভাই বলতেছিল বিপিএলে তো নাগিন ডান্সের কারণে তোর উইকেট পাওয়ার ক্ষুধা বেশি ছিল। অবশ্যই দেশের জন্য উইকেট পেয়ে নাগিন ডান্স করবি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball