তামিমের মহানুভবতা

ছবি:

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০ ম্যাচ বাংলাদেশ দল ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তবে, তখন মাঠের বাইরে আরেকটি ঘটনা হৃদয় ছুঁয়ে গেছে সবার।
ম্যাচ চলাকালে টাইগার ওপেনার তামিম ইকবালের খোঁজে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তামিম নামের আরেক বালক। হোম অব ক্রিকেটের দুই নম্বর গেইটে কাঁদতে দেখা যায় তামিম নামের সেই বালককে।
বাংলাদেশ দলের অনেক বড় ভক্ত সে। বিশেষ করে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের খেলা সবচেয়ে পছন্দ তার। শিশুটির বসবাস রাজধানীর কাজীপাড়ায়। সে নিয়মিতই বাংলাদেশের খেলা দেখতে পছন্দ করে।

পড়াশোনা ছেড়ে খেলা দেখায় তাকে অনেক মারও খেতে হয়েছে। বাসা থেকে তার উপর কড়াকড়িও আছে। গতকাল সব বাঁধা অতিক্রম করে শিশুটি ছুটে আসে প্রিয় তামিমকে এক নজর দেখার আশায়।
পরবর্তীতে পুলিশের সাহায্যে ছেলেটিকে নিয়ে যাওয়া হয় তামিম ইকবালের কাছে। এই ছোট্ট শিশুর ভালোবাসা দেখে আবেগে মন ছুঁয়ে গেছে তামিমেরও। ছোটো এই ভক্তকে বুকে জড়িয়ে নিয়েছেন তিনি।
উপহার হিসেবে ছোটো ভক্তকে দিয়েছেন নিজের জার্সি। তাছাড়া মজার ব্যাপর হলো যে, ক্ষুদে এই ভক্তকে আর না মারার জন্যও বাসায় ফোন করে অনুরোধ করেছেন এই টাইগার ওপেনার।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের ভক্তের অভাব নেই। মাঝে মাঝে সুযোগ পেলে টাইগার ক্রিকেটাররাও ভক্তদের আবদার মেটান। তারই সবশেষ উদাহরণ তামিম।
ছবিঃ ফেসবুক থেকে সংগৃহিত