নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না প্লাঙ্কেটের

ছবি:

ইনজুরির কারণে চলমান ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’ম্যাচ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডে ম্যাচে খেলতে পারেননি ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট।
এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানেডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। গত জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এই ইংলিশ পেসার।

সেই ইনজুরি কাটিয়ে গত মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে ফিরেন তিনি। ফেরার ম্যাচে বল করতে গিয়ে আবারও আগের জায়গাতেই চোট পান প্লাঙ্কেট।
ফলে আসন্ন সিরিজে খেলা হচ্ছে না তার। এদিকে, ২০১৭ সালে বল হাতে সামর্থ্যের সবটুকু দিয়ে ওয়ানডে দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন প্লাঙ্কেট। ইংল্যান্ডের হয়ে শেষ ২১ ওয়ানডেতে ২৩.২২ গড়ে ৪০ উইকেট দখল করেছেন এই পেস তারকা।
প্লাঙ্কেটের বদলি হিসেবে এখনও কাউকে দলে অন্তর্ভূক্ত করেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্লাঙ্কেট ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষতিত দলে রয়েছে আরও পাঁচ পেসার। তবে, প্লাঙ্কেটের বদলি হিসেবে জ্যাক বলের ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল।