ঠিক পথেই এগুচ্ছে হাথুরুর শ্রীলঙ্কা

ছবি:

চান্ডিকা হাথুরুসিংহের অধীনে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে হেরে খুব বাজে ভাবে নতুন বছর শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে, সময়ের সাথে সাথে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে দলটি।
টানা দুই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে তারা। এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজও নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।
এদিকে, টি২০ সিরিজের প্রথম ম্যাচেও ১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করে জিতেছে লঙ্কানরা। হাথুরুসিংহে যোগ দেয়ার পর নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে শ্রীলঙ্কা। তারই ধারাবাহিকতায় এসেছে সাফল্য।

এমনটাই মনে করেন লঙ্কান দলের ম্যানেজার আসানকা গুরুসিনহা। শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন তিনি। সফরের শেষ পর্যন্ত তারা ছন্দ ধরে রাখতে চায় বলেও জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে গুরুসিংহে বলেন, 'এই সিরিজটা আমাদের দলের জন্য বড় আত্মবিশ্বাস যোগাবে। গেলো কয়েকটা সফরে আমাদের ফলাফল খুবই খারাপ ছিলো। হাথুরু যোগ দেয়ার পর থেকে আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।'
হাথুরুসিংহে লঙ্কানদের সাথে যোগ দেয়ার আগে দলটি ছিল ছন্ন ছাড়া। কোচ হিসেবে হাথুরু যোগ দেয়ায় পরই যেন পাল্টে গেছে সব। এই ব্যাপারটিও অকপটে স্বীকার করলেন দলের ম্যানেজার।।