'কোচ' সাকিবে সফল অপু

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টি২০ ম্যাচে মাঠে নামতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। ঢাকা ছাড়ার আগে চলতি সিরিজে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু জনিয়েছেন নিজেদের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।
এদিকে, সিরিজের প্রথম ম্যাচে ১৯৩ রান সংগ্রহ করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। এর আগে লঙ্কানদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে তিন দেখায় দুইবারই হেরেছে টাইগাররা। তারপর, ১-০ ব্যবধানে টেস্ট সিরিজেও পরাজয় বরণ করতে হয়েছে।
টানা এতগুলো ম্যাচে হেরে আত্মবিশ্বাস তালানিতে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে একটি জয়ই ফিরিয়ে দিতে পারে সেই হারানো আত্মবিশ্বাস। আগামী ম্যাচে ভুলের পুনরাবৃত্তি করতে চায় না বাংলাদেশ দল এমটাই জানিয়েছেন অপু।

এই প্রসঙ্গে তিনি বলেন, 'এই ম্যাচের ভুলগুলো নিয়ে সুজন ভাইয়েরা আলাপ করেছেন। আশা করছি, পরের ম্যাচে এই ভুলগুলো আর হবে না। সবাই চেষ্টা করছে। ইনশাল্লাহ পরের ম্যাচে আমরা কামব্যাক করবো।'
মিরপুরে ব্যাটিং উইকেটেও অভিষেকে দারুণ বল করেছেন নাজমুল ইসলাম অপু। মাঠে নামার আগে ড্রেসিং রুমে বন্ধু সাকিবকে পেয়ে নিয়েছেন পরামর্শ। 'কোচ' সাকিবের পরামর্শ মতো বল করেই ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন এই স্পিনার।
অপুর ভাষ্যমতে, 'আমার প্রথম ম্যাচ ছিলো তো তাই নিজের কাজটা নিয়েই ছিলাম। সত্যি কথা বলতে আমি খুবই সৌভাগ্যবান যে, হঠাৎ করে ড্রেসিংরুমে দেখি সাকিব এসেছে। ওর সঙ্গে আলাপ করালাম যে, কি ধরণে বল করলে ভালো হয়। ও বললো, উইকেট যেহেতু ভালো তাই পায়ে বল করলে ভালো হয়। আমি সেটাই চেষ্টা করেছি।'