ইনজুরিকে বড় করে দেখতে নারাজ গুনাথিলাকা

ছবি:

ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচের আগে হাতের ইনজুরিতে প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবালও। মুশফিকের চোট নিয়ে শঙ্কা থাকলেও ম্যাচ খেলেছেন শেষ পর্যন্ত।
তবে, বাংলাদের হারের কারণ হিসেবে এগুলোকে দাঁড়া করাতে চান না লঙ্কান ব্যাটিং তারকা গুনাথিলাকা। তিনি জানিয়েছেন শ্রীলঙ্কা দলেও ইনজুরির সমস্যা আছে। তাছাড়া, বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব না থাকলেও এভাবেই খেলতে হবে বলে মনে করেন তিনি।

গুনাথিলাকার ভাষ্যমতে, "সে (সাকিব) বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আমাদের দলেও তিনটি ইনজুরির সমস্যা আছে। গুনারত্নে, অ্যাঞ্জেলো ও কুশাল ইনজুরিতে। যখন আপনি ক্রিকেট খেলবেন এটা হতেই পারে। এটা বাংলাদেশের জন্য খারাপ একটা জিনিস কিন্তু তারপরও এভাবেই আমাদের খেলতে হবে।"
অবশ্য গত দুই বছরে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন এই লঙ্কান ব্যাটসম্যান। বাংলাদেশকে হারাতে হলে লঙ্কানদের ভালো খেলতে হবে, সেটা জানা আছে গুনাথিলাকার। টাইগারদের বেশ কিছু ভালো খেলোয়াড় আছে বলেও বিশ্বাস এই লঙ্কান তারকার।
এই প্রসঙ্গে গুনাথিলাকা বলেন, "বাংলাদেশ দল সবসময়ই ভালো করছে এবং গত দুই বছরে সত্যিই ভালো করেছে। আমরা জানি বাংলাদেশকে হারাতে হলে আমাদের অনেক ভালো খেলতে হবে। কারণ তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় আছে এবং বিশেষ করে বিপিএলের গত আসরে কিছু খেলোয়াড় অনেক ভালো করেছে।"