promotional_ad

মাহমুদুল্লাহর আক্ষেপ

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০ তে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশ দলকে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ দল।


লঙ্কানরা ২০ বল হাতে রেখেই যা পেরিয়ে যায় মাত্র ৪ উইকেট হারিয়ে। মূলত টাইগার ওপেনার সৌম্য সরকারের ঝড়ো ৫১ ও মুশফিকুর রহীমের ক্যারিয়ার সেরা ৬৬ রানে ভর করে বড় পূঁজি পায় টাইগাররা। তবে, বোলাররা নিজেদের সেরাটা না দিতে পারায় ম্যাচ হারে বাংলাদেশ দল।


টাইগারদের হয়ে, অভিষিক্ত নাজমুল ইসলাম ২ টি ও আফিফ হোসেন ১ টি উইকেট নেন। আর ১ টি উইকেট দখল করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১০-১৫ রানের জন্য আক্ষেপ করেছেন।



promotional_ad

তিনি মনে করেন বাংলাদেশের সংগ্রহ ২০০ ছাড়াতে পারতো। তাছাড়া লঙ্কান ব্যাটসম্যানদের প্রশংসা করে তিনি বলেছেন, "আমি মনে করি আমরা ১০-১৫ রান কম করেছি। আমরা ২০০ এর বেশি করতে পারতাম। মুশি ৩ নম্বরে নেমে বদলে গেল। তবে সৌম্য ও জাকিরের দেওয়া শুরুটা ভালো ছিল। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে।"


মাহমুদুল্লাহ মনে করেন বল হাতে টাইগার বোলাররা লঙ্কান ব্যাটসম্যানদের যথেষ্ট চাপ প্রয়োগ করতে পারেনি। এদিকে, আরিফুলের মতো তরুণদের অন্তর্ভূক্তিতে দলের ব্যাটিং গভীরতা বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০তে ঘুরে দাঁড়ানোর সংকল্প টাইগার অধিনায়কের।


এই প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেন, "যদিও আমরা যথেষ্ট চাপ দিতে পারিনি। আরিফ এবং অন্যরা থাকায় ব্যাটিংয়ে আমাদের গভীরতা ছিল। কিন্তু বলের লেংথ ঠিক রাখতে পারিনি। আশা করি সিলেটে গিয়ে মৌসুমটা ভালোভাবে শেষ করতে পারবো।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball