তিন নম্বরের সমাধান মুশফিক

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টি২০ ম্যাচে বাংলাদেশ দল নিজেদের সর্বোচ্চ ১৯৩ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে অর্ধশতকের দেখা পেয়েছেন টাইগার ওপেনার সৌম্য সরকার ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
সৌম্য মাত্র ৩২ বলে ৫১ রান করে ফিরে গেলেও মুশফিক ক্যারিয়ার সেরা ৬৬ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ইনিংস বিরতিতে বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ প্রশংসায় ভাসিয়েছেন মুশফিককে।

এখন থেকে এই ব্যাটিং তারকাকে টি২০তে নিয়মিত ৩ নম্বরে ব্যাট করতে দেখা যাবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ দলের শুরু ও শেষ ভালো হওয়ায় বেশ তৃপ্ত তিনি।
খালেদ মাহমুদের ভাষ্যমতে, 'এটা একটা ভালো শুরু ছিল। ইতিবাচক শুরু। রানিং বিটুইন দ্যা উইকেট ভালো ছিল। গুরুত্বপূর্ণ ছিল ডট বল না খেলা। দুইজন অভিজ্ঞ খেলোয়াড় শেষ করেছে এবং শেষটা ভালো হয়েছে। আমরা চিন্তা করছিলাম মুশফিক কোথায় ব্যাট করতে পারে।'
তিনি আরও বলেন, 'এই সিরিজে তার ৩ নম্বরের জায়গাটাই ঠিক। আমরা সিদ্ধান্ত নিয়েছি সে এখানেই ব্যাট করবে। সে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছে। এবং বাংলাদেশ দলও নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করেছে। দেখা যাক এখন কি হয়।'