promotional_ad

ব্যাটিং পাওয়ারপ্লে শুধুই সৌম্যর

promotional_ad

বাংলাদেশঃ ৭১/,১ সৌম্যঃ ৪৪ (২১)*, মুশফিকঃ ৮*। 


ওভারঃ ৬


উড়ন্ত বাংলাদেশঃ 


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ভয়ঙ্কর রূপ ধারন করে বাংলাদেশ। দুই ওপেনার সৌম্য সরকার ও অভিষিক্ত জাকির হাসান প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে লঙ্কানদের চাপে ফেলে।


ইনিংসের প্রথম ওভারেই মাধুসাংকার বলে দুইবার বাউন্ডারির দেখা পান সৌম্য। পিছিয়ে ছিলেন না জাকিরও। এক ওভারেই ১৭ রান তুলে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেয় এই দুই বাঁহাতি। একই ধারা বজায় রেখে লঙ্কান বোলারদের চাপে ফেলে বাংলাদেশ।


বিশেষ করে ভয়ঙ্কর হয়ে ওঠা সৌম্যর রুদ্রমূর্তি দেখে লঙ্কানরা। দুইশ ছাড়ানো স্ট্রাইক রেটে খেলে ইনিংসের পঞ্চম ওভারেই দলের স্কোর  পঞ্চাশ ছাড়া করেন সৌম্য।



promotional_ad

প্রথম ধাক্কাঃ


এক প্রান্ত থেকে সৌম্য আগ্রাসী ব্যাটিং করে গেলেও জাকির পার্টনারশিপে খেলে যান। রান থামাতে লঙ্কানদের উইকেটের দরকার ছিল। দুই বাঁহাতি ক্রিজে থাকায় উইকেটের আশায় অফ স্পিনার গুনাথিলাকাকে বল তুলে দেন চান্দিমাল। পরিকল্পনা সফলও হয়। 


চতুর্থ ওভারের শেষ বলে ক্রস ব্যাটে মিড উইকেটে খেলতে গিয়ে বোল্ড হন জাকির। অভিষেক ম্যাচে ভয়ডরহীন ব্যাটিং করে ১০ রান যোগ করে সাজঘরে ফিরে যান তিনি।


ব্যাটিং পাওয়ারপ্লে শুধুই সৌম্যরঃ


উইকেট পতনে ছন্দ পতন হয়নি সৌম্যর। অফ স্পিন কিংবা পেস, লঙ্কানদের ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ পার করেছেন চোখে চোখ রেখে। দুইশ স্ট্রাইক রেটে খেলে দলের স্কোর ৭১ রানে পৌঁছে দেন তিনি।
 





শ্রীলংকা একাদশঃ 


নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা,  দিনেশ চান্দিমাল (অধিনায়ক), কুশাল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুস্কা গুনাথিলাকা, থিসারা পেরেরা 8, দাসুন শানাকা,  আকিলা ধনঞ্জায়া, এস মাধুসাংকা, ঈশুর উদানা।


বাংলাদেশ একাদশঃ


জাকির হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball