প্রথম জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ড-ইংল্যান্ড মুখোমুখি

ছবি:

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মাঠে নামছে নিউজিল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড। কিউইদের এটি দ্বিতীয় ম্যাচ হলেও তৃতীয় ম্যাচ খলবে ইংল্যান্ড।
আগের দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ইংলিশরা। অন্যদিকে, সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সিরিজ শুরু করেছে নিউজিল্যান্ড। ফলে দুই দলই এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী।
ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২ টায়। প্রথম জয়ের খোঁজে থাকা নিউজিল্যান্ডের ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান টম ব্রুস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেলকে।

এই দুইজনের জায়গায় ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা মার্ক চ্যাম্পম্যান ও টিম সেইফার্টকে। ব্রুস ও ব্লান্ডেল প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি। ব্রুস মাত্র ৩ রান করে আউট হয়েছিলেন। আর ব্লান্ডেলের ব্যাট থেকে এসেছিল মাত্র ১৪ রান।
যদিও নিজেদের প্রথম ম্যাচে পুরো দলই ব্যর্থ ছিল ব্যাট হাতে। ২০ ওভারে নিউজিল্যান্ড করতে পেরেছিল ৯ উইকেট হারিয়ে ১১৭ রান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া জয় পায় ৭ উইকেটের বড় ব্যবধানে।
অন্যদিকে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে ৫ উইকেটে হারার পর। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারে ইংলিশরা। দুই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে ইংলিশদের উড়িয়ে দিয়েছেন মারকুটে অজি ব্যটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। আর তাতেই ফাইনাল নিশ্চিত হয়েছে অজিদের।