ইনজুরিতে তামিম!

ছবি:

বাংলাদেশ দলের নিয়মিত টি২০ অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০ খেলতে পারছেন না। তার বদলে টাইগার ওপেনার তামিম ইকবালকে টাইগারদের নেতৃত্ব দেয়ার কথা রয়েছে।
কিন্তু, সোমবার বাংলাদেশ দলের অনুশীলনে চোট পেয়েছেন টাইগারদের এই বাঁহাতি ওপেনার। তবে, এই চোট খুব গুরুতর নয় বলে জানা গেছে। ফলে টি২০ সিরিজের প্রথম ম্যাচে তামিমের মাঠে নামা নিয়ে কোন শঙ্কা নেই।
ইনজুরির কারণে গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন তামিম। তাছাড়া, বিপিএলের গত আসরের প্রথম দিকের বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি এই ইনজুরির কারণে।

এদিকে, সোমবারই টি২০ সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলন শুরু হয়েছে। অনুশীলনে যোগ দিয়েছেন প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পাওয়া পাঁচ তরুণ ক্রিকেটার।
তারা হলেন, দুই অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ও আফিফ হোসেন, পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক, পেসার আবু জায়েদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।
সুত্রঃ যমুনা টিভি