promotional_ad

গামিনিকে দায় দিচ্ছেন না সুজন

promotional_ad

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভার কাছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষে পছন্দ মতো উইকেট চেয়েও পায়নি বাংলাদেশ দল। টাইগাররা ম্যাচ হারার পর সন্দেহের তীর যায় গামিনির দিকেই।


ঘাঁটাঘাঁটির পর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন সুত্র থেকে জানা যায় ফাইনাল ম্যাচের আগের দিন লঙ্কান কোচ ও ম্যানেজমেন্টের সাথে একাডেমি ভবনে প্রায় ঘণ্টা দেড়েক গোপন বৈঠক করেছেন গামিনি। 


তার বিরুদ্ধে ম্যাচের আগের দিন উইকেটে পানি দেয়ারও অভিযোগ ওঠে। তবে, টাইগারদের ম্যাচ হারার দায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের কাঁধেই দেন।


এরপর টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে স্পিনিং উইকেট চেয়েও ব্যাটিং উইকেট পায় টাইগাররা। অবশ্য সেই ম্যাচে ব্যাটসম্যানদের দক্ষতায় দাপুটে ড্রয়ের স্বাদ পায় টাইগাররা।



promotional_ad

দ্বিতীয় টেস্টে ঢাকায় মিরপুর স্টেডিয়ামের কিউরেটর গামিনিকে স্পিন উইকেট প্রস্তুত করতে বলা হয়েছিল। কথামতো উইকেট তৈরি করলেও নিজেদের ফাঁদে পা দিয়ে টাইগাররা টেস্ট হারে।


পারফরমেন্স বলে স্পিন বোলিংয়ে উপমহাদেশের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে হেরেছে টাইগাররা। এই ম্যাচ হারের দায় টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন শিষ্যদের কাঁধেই দিয়েছেন। বাংলাদেশ দলের ইচ্ছাতেই ঢাকা টেস্টের উইকেট তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।


সুজন সুজনের ভাষ্যমতে, ‘গামিনিকে নিয়ে অনেক কথা হয়। গামিনির কী ব্যাপার? ওতো চাকরি করে। ওকে বোর্ড থেকে যেভাবে বলা হয়েছে ও সেভাবেই উইকেট বানিয়েছে। ওর দোষ কী?ওর চাকরি খাওয়া দরকার হয়ে গেছে। কেন আমরা ওর চাকরির পেছনে লাগলাম? এই উইকেট আমরা চেয়েছি, গামিনি ইচ্ছে করে বানিয়ে দেয় নাই।’


গামিনির বানানো উইকেটেই টাইগারদের গত কয়েক বছরের পারফরমেন্সের কথা মনে করিয়ে দিয়েছেন সুজন। তাছাড়া এই কিউরেটরের উপর দায় চাপানোর বিষয়টি ভালো ভাবে দেখেননি তিনি। 



তিনি জানিয়েছেন, ‘উনি কি এক বছরও বাংলাদেশের জন্য ভালো কাজ করে নাই? চান্ডিকা (হাথুরুসিংহে) যেভাবে উইকেট চেয়েছে সেভাবে বানিয়ে দেয় নাই? সেই কথাগুলাই আমার কাছে খারাপ লাগে। আমার কথা হলো ওর ব্যাপারটাও দেখতে হবে। ও একটা বিদেশি মানুষ বলে ওর ওপর চাপিয়ে দিয়ে বললাম ওকে শুলে চড়াও, ওকে মেরে ফেলো। এটা ঠিক না। আপনি কয়টা কিউরেটর তৈরি করতে পেরেছেন? কী পেরেছেন আপনারা? আমরা হেরেছি তার  কারণ একটাই, আমরা ভালো ক্রিকেট খেলিনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball