promotional_ad

নাফিসদের আকুতি নির্বাচকরা শুনছেন তো?

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে দীর্ঘ ৪ বছর জাতীয় দলে ফিরেছেন ৩৪ বছর বয়সী টাইগার বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। রাজ্জাক দলে ফেরায় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করা অভিজ্ঞ ক্রিকেটাররা আশায় বুক বাঁধছেন।


তাদেরই একজন বাঁহাতি ব্যাটিং তারকা শাহরিয়ার নাফিস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ফিটনেস ধরে রেখে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করে যেতে চান তিনি।


নাফিসের ভাষ্যমতে, 'আমি বিশ্বাস করি আমরা যারা একটু সিনিয়র ক্রিকেটার, তাদের পারফর্মেন্সের কোন ঘাটতি নেই। চেষ্টা করছি সবসময়ই নিজেদেরকে ফিট রাখার এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার।'


promotional_ad

জাতীয় দলের প্রয়োজনের ডাকে সাড়া দিতে সবসময় নিজেদের প্রস্তুত রাখছেন বলেও জানিয়েছেন এই ব্যাটসম্যান। বাকিটা জাতীয় দলের নির্বাচকদের হাতে ছেড়ে দিতে চান তিনি।


এই প্রসঙ্গে নাফিস বলেন, 'জাতীয় দলের যখনই আমাদের প্রয়োজন হোক না কেন সেজন্য আমরা সবসময়ই নিজেদের প্রস্তুত রাখছি। না খেলার ব্যাপারটা হচ্ছে টিম ম্যানেজম্যান্টের সিলেকশনের ব্যাপার।'


হাথুরুসিংহে টাইগারদের কোচ থাকা কালীন দলে খুব বেশি পরিবর্তন আনার পক্ষে ছিলেন না তিনি। তারপরও জাতীয় দলের বাইরে থাকা সিনিয়র ক্রিকেটাররা নিয়মিত ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করে গেছেন। এভাবে পারফরমেন্স করেই জাতীয় দলের নির্বাচকদের নজর কাড়তে চান নাফিস।


নাফিস জনিয়েছেন, 'আমরা দেখেছি বাংলাদেশ দল গত দুই তিন বছর ধরে ভালো পারফর্ম করে আছে এবং হাথুরুসিংহে কোচ থাকাকালীন দলে তেমন কোন পরিবর্তন আনতে চাননি। খেলোয়াড় হিসেবে তাই আমাদের কাজ পারফর্ম করা, বাকিটা আসলে টিম ম্যানেজম্যান্টের উপর নির্ভর করে। আমাদের মূল কাজ রান করা। বাকিটা সিলেকশনের উপর নির্ভর করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball