র্যাঙ্কিংয়ে মুস্তাফিজ-তাইজুলের অগ্রগতি

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। সিরিজ হারলেও দুই ম্যাচেই বল হাতে দারুণ চমক দেখিয়েছেন টাইগার বোলাররা। বিশেষ করে স্পিনাররা।
বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ শেষ হয়েছে শনিবার। সিরিজ শেষে রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্লেয়ারদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে।
র্যাঙ্কিংয়ে টাইগার বোলারদের মধ্যে উন্নতি করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান, দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন পেসার মুস্তাফিজ।

২ টেস্টের সিরিজে মোট ৬ উইকেট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৫৯ থেকে ৪৯ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর। ধারাবাহিক বোলিংয়ে ২ টেস্টে ৮ উইকেটের সুবাদে বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের র্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি করেছেন।
ক্যারিয়ার সেরা ৫১২ রেটিং পয়েন্ট নিয়ে তাইজুলের অবস্থান ৩৪ নম্বরে। চার বছর পর টেস্ট প্রত্যাবর্তনে বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ৫ উইকেটে পেয়ে টেস্ট বোলারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে ৯৫তম স্থানে জায়গা করে নিয়েছেন।
এদিকে, ঢাকা টেস্ট ড্র করলে প্রথম বারের মতো ৮ নম্বরে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু ঢাকা টেস্টে হেরে র্যাঙ্কিংয়ে পয়েন্ট হারিয়েছে টাইগাররা। সিরিজ শুরুর আগে ৭২ রেটিং পয়েন্ট থাকলেও ১ পয়েন্ট হারিয়ে ৭১ রেটিং পয়েন্টে ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ দল।