promotional_ad

প্রথম টি-টুয়েন্টিতে খেলছেন না সাকিব

promotional_ad

অবশেষে দীর্ঘদিন ধরে চলে আসা শঙ্কাটাই সত্যি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


প্রায় দুই ???প্তাহ শেষে গত ১০ই ফেব্রুয়ারি তার আঙ্গুলের সেলাই খোলা হয়েছে। আঙ্গুলে এই মুহূর্তে ক্ষত নেই, তবে হালকা হালকা ব্যাথা আছে। পুরোপুরি সেরে উঠতে আরও সাত দিন সময় লাগবে সাকিবের বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


আর তাই তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছেনা ক্রিকেট বোর্ড। মূলত বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পরামর্শেই বোর্ডের এমন সিদ্ধান্ত। তবে ১৮ই ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে তাকে বিবেচনায় রেখেছে বোর্ড।



promotional_ad

মিডিয়াকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাকিব প্রসঙ্গে বলেছেন, 'শুনেছি এত স্বল্প সময়ে পুনর্বাসনপ্রক্রিয়া সে (সাকিব) শেষও করতে পারবে না। অন্তত সাত দিন লাগবে। আশা করি, টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা খেলতে পারবে।'


নান্নু আরো বলেন, 'যেহেতু সে বাংলাদেশ অধিনায়ক এই ফরম্যাটে, বাকিটা তার সেরে ওঠার ওপর নির্ভর করছে। ১৫ তারিখে সাকিব যে খেলতে পারবে না, সেটা তো জানতামই। প্রথম টি-টোয়েন্টিতে তাকে পাচ্ছি না। তবে পরেরটিতে প্ল্যান আছে তাকে নিয়ে।'


টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দল:



তামিম ইকবাল , সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, জাকির হাসান, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জাহেদ রাহি ও মেহেদী হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball