অন্তত কিছুটা লড়াইয়ের আশা করেছিলেন রিয়াদ

ছবি:

ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একেবারেই দাঁড়াতে পারেননি বাংলাদেশ দলের ব্যাটসম্যানেরা। লঙ্কান বোলারদের তান্ডবে প্রথম ইনিংসে ১১০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং কলাপ্সের পুনরাবৃত্তি ঘটিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দলটি।
আকিলা ধনঞ্জয়া, রঙ্গনা হেরাথের কাছে রীতিমত নাকানি চুবানি খেতে হয়েছে তাদের। মাত্র ২৩ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বলা যায় লঙ্কানদের ২১৫ রানের জয়টি হাতে তুলেই দিয়ে এসেছে রিয়াদ বাহিনী।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই এরূপ ব্যাটিং বিপর্যয় নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে টাইগারদের অধিনায়ক মাহমুুদুল্লাহ রিয়াদকে। নিজেরদের এই পারফর্মেন্সে নিজেও বেশ হতাশ রিয়াদ। তিনি বলছিলেন,

'জবাব দেওয়া আসলে কঠিন। কারণ, অবশ্যই খুব হতাশাজনক। আমার মনে হয় যে, এ ধরণের উইকেটে হয়তো বা আমরা জানতাম টার্গেট চেজ করব। আর মোটামুটি আমাদের সবারই ধারণা ছিল যে এই টেস্টে আমরা রেজাল্ট দেখব। যেখানে আমরা জানি, স্পিন সহায়ক উইকেট।'
প্রথম ইনিংসেই ভালো করা উচিৎ ছিলো বাংলাদেশের বলে মনে করেন টাইগারদের এই ভারপ্রাপ্ত অধিনায়ক। প্রথম ইনিংসে ২০০ রানের বেশি করতে পারলে জয়ের সুযোগ থাকতো জানিয়ে রিয়াদ বলেন,
'প্রথম ইনিংসেই আমাদের ভালো করা উচিত ছিল। আমার মনে হয় এই জিনিসটা আমরা পিছিয়ে গেছি। প্রথম ইনিংসে যদি আমরা ২০০ বা তার বেশি করতে পারতাম তাহলে হয়তো আমাদের আরেকটু ভালো সুযোগ ছিল। কারণ এই উইকেটে হয়তো বা ৩৪০, চেজ করা কিছুটা অবশ্যই অতিরিক্ত প্রেশার ছিল।'