promotional_ad

সাব্বির নাকি মোসাদ্দেক, দ্বিধাদ্বন্দ্বে বাংলাদেশ

promotional_ad

চট্টগ্রাম টেস্টের দলে ছিলেন না টাইগার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। তবে ঢাকা টেস্টের দলে ডাক পেয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। ঢাকা টেস্টের একাদশেও তার জায়গা করে নেয়ার জোড় সম্ভাবনা আছে।


সাব্বিরকে জায়গা দিতে একাদশের বাইরে চলে যেতে পারেন প্রতিশ্রুতিশীল টাইগার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনকে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয় এই ডানহাতি ব্যাটসম্যানের।


সাদা পোষাকের ক্রিকেটে অভিষেক ইনিংসেই ১৫৫ বলে ৭৫ রান দুর্দান্ত এক ইনিংস খেলে নজর কাড়েন মোসাদ্দেক। এরপর চোখের ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ছিলেন না এই ক্রিকেটার।


একই কারণে বাংলাদেশ দলের দক্ষিন আফ্রিকা সফর মিস করেছেন এই তরুণ।  চলতি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এই তরুণ।



promotional_ad

চট্টগ্রামে প্রথম টেস্টের দুই ইনিংসেই ৮ করে মোট ১৬ রান করেছেন মোসাদ্দেক। প্রথম ইনিংসে ১৫ বলে ৮ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে  ৫৩ বলে অপরাজিত ৮ রানের ইনিংস খেলে দলের জয়ের সমান ড্র নিশ্চিত করেন মোসাদ্দেক।


তারপরও টিম ম্যানেজমেন্ট মোসাদ্দেকের ব্যাটিংয়ে সন্তুষ্ট নয়। তাই দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ৭ নম্বরে ব্যাটিংয়ের জন্য সাব্বির রহমানকে ডাকা হয়েছে। ঢাকা টেস্টে তাকেই মাঠে নামানোর কথা ভাবছেন নির্বাচকরা।


সাব্বির দ্রুত রান তুলতে সক্ষম তাছাড়া ব্যাটিং লাইনআপ লম্বা করার জন্য তাকে দলে সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচকরা। এর পক্ষে আরেকটি কারণ হচ্ছে মিরপুরে শেষ দুটি টেস্টই পঞ্চম দিনে গড়ায়নি।


ফলে নির্বাচকরা মনে করেন মিরপুরের কন্ডিশনে সাব্বিরের ব্যাটিং অনেকটাই সহায়ক হবে দলের জন্য। এদিকে, মোসাদ্দেক  হোসেন চট্টগ্রাম টেস্টের শেষ দিনে ধৈর্য্যশীল ইনিংস খেলে ভারপ্রাপ্ত অধিনায়কের আস্থা অর্জন করে নিয়েছেন।



তাছাড়া, বেশ কিছুদিন ধরেই সাদা পোষাকের ক্রিকেটে একজন স্পেশালিস্ট স্লিপ ফিল্ডারের অভাব বোধ করছে বাংলাদেশ দল। এক্ষেত্রে সাব্বির হতে পারেন সমাধান। তবে একাদশে থাকার লড়াইয়ে কে জয়ী হবেন তা কালই বোঝা যাবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball