promotional_ad

মোসাদ্দেকে সন্তুষ্ট মাহমুদুল্লাহ

promotional_ad

চট্টগ্রাম টেস্টে ৭ নম্বরে ব্যাট করেছেন তরুণ টাইগার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। তবে প্রথম ইনিংসে ব্যাট হাসেনি তার। মাত্র ৮ রান করে রঙ্গনা হেরাথের শিকার হয়ে সাজঘরে ফিরেছিলেন উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে।


তবে, শেষ দিন টাইগারদের দ্বিতীয় ইনিংসে ৫৩ বলে ৮ রানের অপরাজিত ধৈর্য্যশীল ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বাংলাদেশ দলের এই প্রতিভাবান ক্রিকেটার।


ঢাকা টেস্ট শুরুর আগেও আলোচনায় আছেন তিনি। ঢাকা টেস্টের এক??দশে থাকা না থাকা নিয়ে। তবে, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ প্রশংসায় ভাসিয়েছেন মোসাদ্দেককে।



promotional_ad

মাহমুদুল্লাহর ভাষ্যমতে, 'ফার্স্ট ইনিংসেও ও যেভাবে শুরু করেছিল। হি ওয়াজ লুকিং গুড। আনফরচুনেটলি রাশ অফ ব্লাড ওই শট খেলে ফেলেছে। সেকেন্ড ইনিংসে ও খুব কষ্ট করে ব্যাট করছিল।'


চট্টগ্রাম টেস্টের শেষদিন বাংলাদেশের সবশেষ জুটি হিসেবে টিকে ছিলেন মাহমুদুল্লাহ-মোসাদ্দেকরা। তারা যোগ করেছিলেন গুরুত্বপুর্ণ ২৮ রান। এর ফলেই জয়ের সমান ড্র পেতে সক্ষম হয় টাইগাররা।


মাহমুদুল্লাহ জানিয়েছেন, তাদের জুটির মূলমন্ত্র ছিল উইকেট না হারানো। যা বেশ ভালো ভাবেই করতে সক্ষম হয়েছেন তারা। তাতেই বেশ খুশি বাংলাদেশ দলের এই ভারপ্রাপ্ত অধিনায়ক।



এই পরসঙ্গে মাহমুদুল্লাহ বলেছেন, 'আমি আর ও যখন ব্যাট করছিলাম। মিড অফ-মিড অন উপরে ছিল। ও শট খেলতে পছন্দ করে সবাই জানি। কিন্তু ও চিন্তা করেছে না আমাদের তখন একটা উইকেট গেলে সমস্যা হতে পারে। আমাদের জুটির একটাই মূলমন্ত্র ছিল যে উইকেট হারানো যাবে না। এই জিনিসটা খুব ভালোভাবে করতে পেরেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball