চান্দিমালকে মাহমুদুল্লাহর জবাব

ছবি:

বাংলাদেশ সফরে এসে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েও এই টুর্নামেন্টের শিরোপা জিতে লঙ্কানরা। তারপর চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা।
ঢাকা টেস্টের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান দলপতি দীনেশ চান্দিমাল জানিয়েছেন ওয়ানডের চেয়ে তার দল টেস্টে ভালো। এদিকে, বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নিজেদের এগিয়ে রাখছেন।
চান্দিমালের কথার জবাবে তিনি বলেছেন, টাইগাররা সবসময় বিশ্বাস করে ঘরের মাঠে তারা ভালো দল। চান্দিমাল নিজের মতামত দিলেও মাহমুদুল্লাহ নিজেদেরই ভালো দল বলে মনে করেন।

মাহমুদুল্লাহর ভাষ্যমতে, 'উনার মতামত উনি দিয়েছে। আমার মনে হয় আমাদের দল ভালো। আমরা সব সময় বিশ্বাস করি আমাদের ঘরের মাঠে আমরা ভালো দল। যদি আমাদের স্কিলগুলো ভালো প্রয়োগ করতে পারি, মনে হয় খুব ভালো কম্পিটিশন হবে।'
চট্টগ্রাম টেস্টে দাপুটে শুরুর পর লঙ্কানদের কড়া জবাবে কিছুটা পিছিয়ে পড়লেও, নিজেদের দক্ষতায় শেষমেশ ম্যাচটি ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ দল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করেছেন টাইগার ব্যাটসম্যানরা।
চট্টগ্রাম টেস্টে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলে মনে করেন মাহমুদুল্লাহ। বোলাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী না খেলতে পারলেও একটা ভালো টেস্ট ছিল বলে মনে করেন এই ভারপ্রাপ্ত অধিনায়ক, 'চিটাগাং টেস্টেও প্রতিদ্বন্দিতা হয়েছে। যদিও বোলাররা তাদের স্কিল শো করতে পারেনি। যদিও ওভারঅল ওটা ভালো টেস্ট ছিল।'