'পিচ সম্পর্কে কিউরেটরই ভালো জানেন'

ছবি:

চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার আগে উইকেট নিয়ে কম আলোচনা হয়নি। ধারণা করা গিয়েছিলো এই টেস্টের উইকেট থেকে সুবিধা পাবেন বোলাররা। কিন্তু পারতপক্ষে পুরো উল্টো চিত্রই দেখা গেছে সেই টেস্টে।
পুরো ম্যাচে বোলাররা খুব একটা সুবিধাই করে উঠতে পারেননি। আর রান হয়েছে ১৫০০ এরও বেশি! সুতরাং দ্বিতীয় টেস্টের উইকেট সম্পর্কে আগে থেকে খুব একটা ধারণা করতে পারছেন না কেউই।

টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও স্বয়ং বলতে পারেননি উইকেট সম্পর্কে। ঢাকা টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে রিয়াদকে উইকেট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,
'আমার মনে হয় এটি আমার পক্ষে বলা একটু কঠিন। এর ভালো উত্তর দিতে পারবেন পিচ কিউরেটর। তবে আপনি যেটা বললেন যে ঢাকা টেস্টের উইকেটে আমরা সবসময় ফলাফল দেখতে পারি, এটি ভালোই বলতে হবে।'
তবে উইকেট নিয়ে তেমন কিছু বলতে না পারলেও ভুল কম করার ক্ষেত্রে বেশি জোর দেয়ার কথা জানালেন রিয়াদ। ফলাফল নিজেদের পক্ষে আনতে হলে সুযোগ কাজে লাগাতে হবে জানিয়ে তিনি বলেন,
'আপনি যদি এই চ্যালেঞ্জটি নিতে পারেন অথবা আপনি যদি ভালোভাবে তা কাজে লাগাতে পারেন তাহলে আপনার পক্ষে ফল আসবে। অপরদিকে আপনি যদি অনেক বেশি ভুল করেন তাহলে প্রতিপক্ষের জন্য তা ভালো হবে।'