promotional_ad

স্পিন স্বর্গে খেলা হবে ঢাকা টেস্ট?

promotional_ad

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট বরাবরই বেশ স্পিন সহায়ক বলে প্রচলিত আছে। আর এই উইকেটেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে বোলিং কারিশমা দেখিয়েছিলেন টাইগার স্পিনাররা।  


সুতরাং শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার ঢাকার মাঠেও একই ধরণের উইকেট পাচ্ছে বাংলাদেশ দল তা অনেকটা নিশ্চিতই বলা যায়। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পিচ নিয়ে প্রশ্ন করা হলে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও তেমনটাই জানিয়েছেন। পিচ নিয়ে রিয়াদ বলেছেন, 


'যতটুকু দেখলাম পিচ বেশ শুকনো মনে হলো। আপনি যেটি বললেন যে সাধারণত আমরা ঢাকায় যে ধরনের উইকেট দেখতে পাই তেমনটিই হয়তো হবে। আপনি দেখবেন যে ত্রিদেশীয় সিরিজেও বোলাররা মোটামুটি সাহায্য পেয়েছিলো উইকেট থেকে।'



promotional_ad

ঢাকার উইকেটে বোলাররা সাহায্য পেলেও ব্যাটসম্যানদের জন্য বেশ কঠিন হবে রান পাওয়া বলে মনে করেন রিয়াদ। তবে ব্যাটসম্যানদের উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক থাকলে সাফল্য পাওয়া খুব একটা কঠিন হবে না জানিয়ে টাইগার এই অলরাউন্ডার বলেন, 


'ঢাকার উইকেটে বোলাররা কিছু কিছু না সাহায্য পেয়েই থাকে। তবে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে আমার মনে হয়। আমি সবসময়েই যেটি বলি যে ব্যাটসম্যানদের ইনটেন্টটি (লক্ষ্য/উদ্দেশ্য) অনেক গুরুত্বপূর্ণ।'


নিজেদের লক্ষ্যমাত্রা ঠিক রাখতে পারলে বড় স্কোর গড়াও সম্ভব হবে জানালেন রিয়াদ। বললেন,'ইনটেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার স্কিলগুলো কাজে লাগাতে পারেন। আর এমনটি করতে পারলে আশা করি আমরা ভালো স্কোর দাঁড়া করাতে পারবো।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball