একাদশে পরিবর্তনের আভাস দিলেন রিয়াদ

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে বাংলাদেশ স্কোয়াডে অনেকটা হুট করেই আব্দুর রাজ্জাককে রেখেছিলেন নির্বাচকেরা। তবে স্কোয়াডে রাখলেও প্রথম টেস্টের সেরা একাদশে ছিলেন না তিনি।
তবে চট্টগ্রামে না খেললেও ঢাকা টেস্টে রাজ্জাকের খেলার সম্ভাবনা অনেকটাই প্রবল বলে ধারনা করা যাচ্ছে। লঙ্কানদের বিপক্ষে ঢাকা টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এসে রাজ্জাকের অন্তর্ভুক্তির ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

যদিও টিম ম্যানেজমেন্টের সাথে চূড়ান্ত আলাপ করার পরেই সেরা একাদশ বাছাই করা হবে বলে জানিয়েছেন রিয়াদ। তবে রাজ্জাক যে নির্বাচকদের বিবেচনাতে রয়েছেন সেটি উল্লেখ করতে ভুল করেননি তিনি। রিয়াদ বলেন,
'উনি (রাজ্জাক) একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে বিবেচনায় আছেন। তারপরও আমরা এখনও সেরা একাদশ চূড়ান্ত করিনি। টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা সেটি চূড়ান্ত করবো।'
পাশাপাশি বোলিং কম্বিনেশন নিয়েও কথা বলেছেন টাইগারদের এই ভারপ্রাপ্ত অধিনায়ক। কম্বিনেশন নিয়ে তাঁর ভাষ্য, 'বোলিং কম্বিনেশন যেটি বললাম যে ভিন্ন ধরণের চিন্তা করছি। যদি আমরা ভিন্ন কোনো স্পিনার খেলাতে পারি সেটি এখন দেখার বিষয়, যেটি বললাম যে টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিবো।'