promotional_ad

মিশনঃ লঙ্কা বধ

promotional_ad

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লঙ্কানদের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায়।


প্রথম ম্যাচ ড্র হওয়ায় এই হাইভোল্টেজ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপান্তরিত হয়েছে। সিরিজ জিততে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দু দলেরই।


চট্টগ্রাম টেস্টে ইনিংস হারের শঙ্কায় থেকে দাপটের সঙ্গে ম্যাচ ড্র করেছে বাংলাদেশ দল। ফলে, ঢাকা টেস্ট শুরুর আগে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগাররা।


অন্যদিকে, জয়ের সম্ভাবনা জাগিয়েও, ম্যাচ ড্র করে হতাশ লঙ্কানরা। শ্রীলঙ্কা দলের অধিনায়ক দীনেশ চান্দিমাল চট্টগ্রাম টেস্ট শেষে  নিজের হতাশার কথা সংবাদ মাধ্যমের সামনেই বলেছেন।


এদিকে, ঢাকা টেস্টেও ফেরা হচ্ছেনা বাংলাদেশ দলের টেস্ট দলপতি সাকিব আল হাসানের। ফলে, এই ম্যাচেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।



promotional_ad

তাছাড়া, ঢাকা টেস্টের দলে হঠাৎ করেই ডাকা হয়েছে মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানকে। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার রুবেল হোসেন।


আর চট্টগ্রাম টেস্টে বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। ধারণা করা হচ্ছে, ঢাকা টেস্টে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে।


আব্দুর রাজ্জাককে না খেলানো হলে অভিষেক করানো হতে পারে যুব দলের হয়ে বিশ্বকাপ মাতানো স্পিনার নাঈম হাসানকে। শ্রীলঙ্কা অবশ্য ঢাকা টেস্ট তো বটেই টাইগারদের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজেও পাচ্ছেনা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।


দলের এই অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। ম্যাথিউস ত্রিদেশীয় সিরিজে ইনিজুরিতে পড়েছিলেন।


পিচ ও কন্ডিশনঃ ঢাকা টেস্টের আগে আলোচনার অনেকটা জুড়েই রয়েছে মিরপুরের উইকেট। চট্টগ্রাম টেস্টের আগে স্পিন স্পিন করে রব উঠলেও। শেষ দিন পর্যন্ত কোনো আহামরি স্পিন দেখা যায়নি। তবে, ঢাকায় সেই বহুল আলোচিত স্পিনিং উইকেটের দেখা মিলতে পারে।



এই মাঠেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে স্পিনিং উইকেট বানিয়ে ধরাশায়ী করেছিল বাংলাদেশ দল। এই ম্যাচেও এমন উইকেটেরই দেখা মিলবে। মিরপুরের ২ ও ৪ নম্বর উইকেট তৈরি করা হচ্ছে ঢাকা টেস্টের জন্য। সচরাচর কালো মাটির উইকেট বলে, আকস্মিক বাউন্স, বল মন্থর ও নিচু হয় এখানে।


ফলে, ব্যাটসম্যানদের জন্য মরণ ফাঁদে পরিণত হয় হোম অব ক্রিকেটের উইকেট। শীতের মৌসুম বলে, প্রথম সেশনে দু দলকেই শিশির নিয়ে ভাবতে হচ্ছে। ফলে, স্পিনিং উইকেট হলেও এমন উইকেটে স্পিন নির্ভরতায় থাকবে বড় ধরনের ঝুঁকি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball