promotional_ad

'ও বাংলাদেশ ক্রিকেটের বন্ধু'

promotional_ad

৫০ ওভারের খেলায় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আমলেই র‍্যাঙ্কিংয়ে নয় থেকে সাতে জায়গা পাকা করেছে বাংলাদেশ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের মত অর্জন এই মাশরাফির হাত ধরেই।


কিন্তু কেউ ক?? ভেবেছিল, ক্যারিয়ারের প্রথম এক দশক ইনজুরির সাথে লড়ে যাওয়া মাশরাফিই বাংলাদেশকে এনে দেবে এত এত সাফল্য!  বার বার ইনজুরিতে পড়া সেই মাশরাফিকে মাঠে ফিরিয়ে আনতে ইয়াংয়ের কাছে ছুটে গেছে বিসিবি।


হতাশ করেননি তিনিও। মাশরাফিকে ইনজুরি থেকে শ্রম দিয়েছেন তিনিও। এবার বিসিবি চিকিৎসকদের এক সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশে এসেছেন সেই ডেভিড ইয়াং। 



promotional_ad

সমাবেশে ডেভিড ইয়াংকে বাংলাদেশ ক্রিকেটের বন্ধু বলেছেন খোদ মাশরাফি বিন মুর্তজা। শুধু নিজের জন্যই নয়, বাংলাদেশ ক্রিকেটের অনেক পেসারই ইয়াংয়ের কাছ থেকে চিকিৎসা নিয়ে মাঠে ফিরেছেন।


মাশরাফি বলেছেন, 'ও বাংলাদেশ ক্রিকেটের বন্ধু। আমাদের প্লেয়াররা ইনজুরিতে পড়লে ওর কাছেই ছুটে যায়। অনেকেই ওর কাছ থেকে অপারেশন করে সুস্থ হয়েছে।'


নিজের পায়ের ইনজুরির ক্ষেত্রেও এই অস্ট্রেলিয়ান শল্যবিদকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি। অধিনায়কের ভাষায় 'আমার ব্যাপারটা আরও কঠিন ছিল। ও ছয় থেকে সাতবার আমার অপারেশন করেছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball