promotional_ad

কাউকে জবাব দেয়ার জন্য খেলেননি মমিনুল

promotional_ad

ব্যাকফুটে থেকে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে খেলতে নেমেছিল বাংলাদেশ দল। শ্রীলংকার থেকে ১১৯ রানে পিছিয়ে থাকা টাইগারদের এদিন মান বাঁচিয়েছেন দুই ব্যাটসম্যান মমিনুল হক এবং লিটন কুমার দাস।


দলকে বিপদ থেকে উঠিয়ে আনার পাশাপাশি ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল। আর মমিনুলের সঙ্গে জুটি বেঁধে সমালোচকদের কড়া জবাব দেয়ার পাশাপাশি টেস্ট ক্যারিয়ারে অন্যতম সেরা ইনিংস খেলেছেন লিটন।


এই দুজন ব্যাটসম্যানের বীরত্বেই চট্টগ্রাম টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল। আর মমিনুল জানালেন এমন পরিস্থিতিতে দৃঢ় মানসিকতা বজায় রেখেছিলেন বলেই এমন ইনিংস খেলতে সক্ষম হয়েছেন তাঁরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন তিনি। মমিনুল বলেন,



promotional_ad

'আমরা যেটা করেছি যে এই পরিস্থিতিতে এর আগেও আমরা পড়েছিলাম। এসব পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক দৃঢ়তা। নিজের কাছে বিশ্বাস রাখা। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে, টিম বয় এমনকি আপনারা যা সাংবাদিক আছে তারাও।'


সেঞ্চুরিয়ান মমিনুল আরো বলেন,  'পুরো দেশের মানুষের বিশ্বাস ছিল সত্যি কথা। সবাই বিশ্বাস করেন তাহলে জিনিসটা আসবে। রিয়াদ ভাইয়ের সঙ্গে আলাপ করেছি, রিয়াদ ভাইও একই কথা বলছে।


এইটা নিয়ে কারো মধ্যে ডাউট যেন না থাকে যে আমরা এই ম্যাচটা সেইভ করতে পারব না। আমরা টিমের মধ্যে যেভাবে কথা বলছি, জিনিসটা এমন যে ডাউট যেন না থাকে। আমরা যেন বিশ্বাস করি। বিশ্বাসটা ছিল সবার ভেতরে।'



পাশাপাশি তিনি আরও জানান, কাউকে জবাব দেয়ার জন্য এই ইনিংস খেলেননি তিনি। মাথায় তার একটাই চিন্তা ছিল যেটা লক্ষ্য নিয়ে খেলতে নেমেছেন সেটাই পূরণ করতে হবে তাকে। এই প্রসঙ্গে মমিনুল বলছিলেন,  'ওইরকম কোন চিন্তা ভাবনা ছিল না। কোন প্লেয়ারের পক্ষেই এরকম চিন্তা ভাবনা করা সম্ভব না যে টার্গেট করে এটা ওটা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball