সতর্ক ইমরুল, হাত খুলে খেলছেন তামিম

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পরাজয়ের গ্লানির রেশ কাটতে না কাটতেই এবার টেস্ট সিরিজের লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকাল সাড়ে নয়টায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লঙ্কানদের মুখোমুখি হয়েছে সাকিব বিহীন টাইগাররা।


আঙ্গুলের ইনজুরির কারণে এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিটকে পড়ায় আজ অধিনায়কত্ব করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেছেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস।


ম্যাচের দ্বিতীয় ওভারেই হাত খুলে খেলতে শুরু করেন তামিম। লাহিরু কুমারাকে হ্যাট্রিক বাউন্ডারিও হাঁকান এই ওপেনার। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ ওভারে বিনা উইকেটে ২২ রান। 


promotional_ad

বাংলাদেশ একাদশ-  তামিম ইকবাল, ইমরুল কায়েস, কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম।


শ্রীলঙ্কা একাদশ-  দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় দে সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিলেল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেট রক্ষক), রোশান সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গ লাকমাল, লক্ষন সন্দাকান, লাহিরু কুমারা



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball