promotional_ad

টাইগারদের দল ঘোষণা ৭ তারিখ

promotional_ad

আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে কিছুদিনের মধ্যেই টাইগারদের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


জানা গেছে আগামী ৭ই জানুয়ারির মধ্যেই চূড়ান্ত দল নির্বাচন করবেন নির্বাচকেরা। ইতিমধ্যে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 


বুধবার সকালে দল নির্বাচন নিয়ে নান্নু জানিয়েছেন খুব দ্রুতই চূড়ান্ত করা হবে টাইগারদের স্কোয়াড।  তার ভাষ্যমতে, 'আশা করি ৭ জানুয়ারি ত্রিদেশীয় ক্রিকেটের দল চূড়ান্ত করে ফেলবো।'


জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার অংশগ্রহণে আগামী ১৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সিরিজ শুরু হওয়ার এতদিন আগেই স্কোয়াড ঘোষণা করা হবে কেন এই প্রশ্নের জবাবে অবশ্য সরাসরি কিছু বলেননি নান্নু। এক্ষেত্রে বিসিএলের প্রসঙ্গ টেনেছেন তিনি।



promotional_ad

নান্নু বলেন, 'আরও কারণ আছে। ৯ জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তার আগে ১৪ জন বেছে নিতে পারলে বাকিরা বিসিএল খেলতে পারবে।'


তবে আসন্ন সিরিজের স্কোয়াডে নতুন মুখ থাকার সম্ভাবনা খুব একটা নেই বলেও জানান প্রধান নির্বাচক। টি টোয়েন্টি ফরম্যাটের সাথে ৫০ ওভারের ক্রিকেটের বিস্তর ফারাক থাকার কারণেই পরিবর্তন খুব একটা আসবে না উল্লেখ করে নান্নু বলেন, 


'বিপিএলে কয়েকজন ভালো পারফর্ম করেছে, তবে সেটা ২০ ওভারের ফরমেটে, যার সাথে ৫০ ওভারের সুদূর দৈঘ্যেরই পার্থক্য নেই, গতি প্রকৃতিরও অমিল।'


তবে এরপরেও দল নির্বাচনের আগে ৬ই জানুয়ারি নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ আয়োজন করা হবে বলে জানান নান্নু। লঙ্কানদের বিপক্ষে টেস্ট দল নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষাও করা হবে না বলে নিশ্চিত করেছেন টাইগারদের এই প্রধান নির্বাচক। তার ভাষায়, 



'আমরা টেস্ট দল নিয়ে কোন পরীক্ষা-নিরীক্ষা করবো না, সেখানে যারা পরিক্ষিত ও প্রতিষ্ঠিত পারফর্মার, তারাই থাকবে। তবে টি-টোয়েন্ট ফরম্যাটে পরিবর্তন আসতে পারে।' 


নান্নুর কথা ঠিক থাকলে লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়ার সম্ভাবনা আছে গত বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করা আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান, আবু হায়দার রনি এবং আবু জায়েদ রাহির। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball