promotional_ad

স্মিথ-মার্শে ধুঁকছে ইংল্যান্ড

promotional_ad

পার্থে অ্যাশেজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে দারুণ খেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাদের কাছে পাত্তাই পায়নি এরই মাঝে ২-০ ব্যবধানে পিছিয়ে পরা সফরকারী ইংল্যান্ড। মূলত অধিনায়ক স্টিভেন স্মিথ ও অলরাউন্ডার মিচেল মার্শের ব্যাটেই দিনটিকে নিজের করে নেয় অজিরা।




অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় দিন শেষ করেছিল তিন উইকেট হারিয়ে ২০৩ রান করে। স্মিথ অপরাজিত ছিলেন ৯২ রানে, সঙ্গী ছিলেন শন মার্শ ৭*। তবে তৃতীয় দিনের শুরুতে শন মার্শ ব্যক্তিগত ২৮ রানে ফিরে গেলেও থামানো যায়নি স্মিথকে। 




শুধু স্মিথই নন, এদিনে দারুণ খেলেছেন আরেক 'মার্শ' মিচেল! দিনশেষে স্মিথের ডাবল সেঞ্চুরি ও মার্শের অপরাজিত সেঞ্চুরিতে চার উইকেটে ৫৪৯ রান করে অজিরা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৬ রানের লিড তাদের। হাতে ছয় উইকেট রয়েছে এখনো।



promotional_ad



ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করতে গিয়ে স্মিথ ৩৯০ বল মোকাবেলায় ২৮টি চার ও একটি ছক্কা হাকান। দিনশেষে আছেন ২২৯* রানে। এ নিয়ে পুরো বছরে টেস্টে এক হাজার রানের দারুণ রেকর্ড গড়েছেন তিনি। 




স্বদেশি ম্যাথু হেইডেন অবশ্য এমন কীর্তি ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত রেকর্ড পাঁচবার করে দেখিয়েছেন। এদিকে মিচেলের ইনিংসের কথা না বললেই নয়। মাঠে নেমেই দারুণ খেলতে থাকেন তিনি।





পিটার হ্যান্ডসকম্বের পরিবর্তে সুযোগ পেয়ে ক্যারিয়ারের ২২তম টেস্টে এসে প্রথম সেঞ্চুরি করে ফেলেন এই পেস অলরাউন্ডার। এমনকি পৌঁছে গেছেন ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে। ২৩৪ বলে ২৯টি চারে ১৮১* রানে অধিনায়কের সঙ্গে দিনশেষ করেন মিচেল মার্শ। 




এখন পর্যন্ত স্মিথ ও মার্শ জুটি ৩৭০* রান করে মাঠ ছেড়েছেন। আগামিকাল চতুর্থ দিন শুরু করবেন তারা। আর ইংল্যান্ডের হয়ে দিনের একমাত্র উইকেটটি নিয়েছিলেন স্পিন অলরাউন্ডার মঈন আলী। এর আগে সফরকারীরা নিজেদের প্রথম ইনিংসে ৪০৩ রানে অলআউট হয়েছিলো।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball